রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে স্মরণকালের ভয়াবহ পাহাড় ধসে মাটি চাপায ১২০ জনের প্রাণহানীর ঘটনার ৭ বছর পূর্ণ হলো আজ। ২০১৭ সালের ১৩ জুন রাতে টানা তিনদিনের ভারী বৃষ্টি আর বজ্রপাতে রাঙ্গামাটিতে ঘটে যায় স্মরণকালের ভয়াল পাহাড় ধসের ঘটনা। পাহাড় ধসে মাটি চাপা পড়ে রাঙ্গামাটি শহরে ৫ সেনা সদস্যসহ নারী পুরুষ ও শিশু মিলে পুরো জেলায় ১২০ জনের প্রাণহানী ঘটেছিল।ক্ষতিগ্রস্ত হয়েছিল শত শত ঘরবাড়ি। ভেঙ্গে পড়েছিল বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।ধসে পড়েছিল বড় বড় পাহাড়।
রাঙ্গামাটি -চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি শালবাগান এলাকায় ১০০ মিটার রাস্তা ধসে গিয়ে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। টানা ৯ দিন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সারাদেশের সাথে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ । সেনাবাহিনীর সহায়তায় নতুন সড়ক নির্মানের ৯ দিন পর রাঙ্গামাটি -চট্টগ্রাম মহাসড়ক পুনরায চালু হয়।
বছর ঘুরে দিনটি ফিরে এলে রাঙ্গামাটিবাসীর মনে দেখা দেয় আতঙ্কের সেই ভয়াল স্মৃতি। পাহাড় ধসের ব্যাপক প্রাণহানীর ঘটনার সাত বছর পরও আসন্ন বর্ষা মৌসুমে ভারীবৃষ্টিপাত হলে আবারো পাহাড় ধসে প্রাণহানীর সে আশংকা ভাবাচ্ছে সকলকে ।