খাগড়াছড়ি:- ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৯ জুন) বিকালে সাড়ে ৫টায় খাগড়াছড়ি সদরস্থ শালবনে বঙ্গমাতা আবাসন প্রকল্পের বসবাসরত শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে এ উপহার বিতরণ করেন পুলিশ সুপার মুক্তা ধর।
বিতরণকালে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, “ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা মুসলমানদের জীবনে এক আনন্দের বার্তা নিয়ে আসে। সমাজে একটি অংশ রয়েছে যাদের কাছে ঈদ-আনন্দ মানেই হলো বেঁচে থাকার লড়াই। দু’বেলা খাওয়ার সংগ্রাম। আজও রয়েছে দুঃখী মানুষের ভিড়। আমরা কি পারি না- তাদের দুঃখ লাঘবের চেষ্টা করতে। তাদের মুখে একটু হাসি ফোটাতে। নতুন পোশাক বা ঈদের অন্য আনন্দগুলো তাদের সাথে ভাগাভাগি করে নিতে। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ, আপনারাও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. জসীম উদ্দিন,পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ খালেদ হোসেন, সদর থানার অফিসার্স ইনচার্জ মো. তানভীর হাসান, সদর থানার এসআই মো. আল মামুন প্রমুখ।