ক্রিকেট নিয়ে পাকিস্তানকে যে বার্তা দিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৮২ দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক:- দেড় দশকেরও বেশি সময় ধরে বন্ধ পাকিস্তান-ভারত দ্বিপাক্ষিক সিরিজ। আইসিসি আয়োজিত টুর্নামেন্টেও অংশ নিতে পাকিস্তানে যায় না ভারত। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করলে এই সিদ্ধন্ত বহাল থাকবে বলে জানালেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এক অনুষ্ঠানে গিয়ে জয়শঙ্কর এমন মন্তব্য করেন বলে শুক্রবার হিন্দুস্তান টাইমস-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে।

জয়শঙ্করের উদ্বৃতি দিয়ে বলা হয়েছে, ‘পাকিস্তানের অবশ্যই উচিত সবার আগে, সিমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করা, যদি দুই দেশের মধ্যে ক্রিকেটের সম্পর্ক ফেরাতে চায়। কেউ যদি তোমায় কটুক্তি করে, তাঁকে কি তুমি তোমার বাড়ির বিয়ের অনুষ্ঠানে কখনও দওয়াত দেবে? এক্ষেত্রেও বিষয়টা তেমনই। যতদিন না তারা অশান্তির পথ ত্যাগ করবে, ততদিন পাকিস্তানের ক্রিকেটারদেরও আইপিএলে সুযোগ দেওয়া যাবে না। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর কাশ্মীরে কিছুটা শান্তি ফিরলেও এখনও তাঁদের হাতে বন্দুক রয়েছে। অধিকাংশ ভারতীয় চান না পাকিস্তানের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক ফের স্থাপন করতে বা তাঁদের আইপিএলে খেলার সুযোগ দিতে।‘

কয়েক সপ্তাহ পরই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে একে অপরের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এর আগে শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল ওয়ানডে বিশ্বকাপে আহমেদাবাদে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions