চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৫, আহত ১৫

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১২০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এতে আরও ১৫ জন আহতের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০) ও চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবছারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬)।

আহতদের অধিকাংশের বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারে বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে যেসব আহতের নাম জানা গেছে— ফিরোজ (৪০), মোক্তার হোসেন (৪০), ফজলুর রহমান (৪২), আরাফাত (৩৪), সিয়াম (৩২), সোহাগ (২৮), কামরুন নাহার (২৫), স্বপন শিকদার (২৫), রফিকুল ইসলাম (৩০) ও মনির (৩০)। তাঁদের মধ্যে চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই নজরুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এই ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।’

আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions