ক্রীড়া ডেস্ক:- নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন দাস। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—কোনো সংস্করণেই নিজেকে মেলে ধরতে পারছেন না তিনি। একাদশ থেকে বাদ পড়ার ঘটনাও ঘটেছে লিটনের। তবু লিটনকে বিশ্বকাপের দল থেকে বাদ দিতে যাননি নাজমুল হোসেন শান্ত।
ফর্মে ফেরার একটা সুযোগ এসেছিল লিটনের কাছে কদিন আগে। তবে ‘প্রিয়’ দল জিম্বাবুয়ের বিপক্ষে সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন। ৮৩.৭২ স্ট্রাইকরেটে করেছেন ৩৬ রান। পরিসংখ্যান তো লিটনের পক্ষে কথা বলছেই না, এমনকি তার আউট হওয়ার ধরনও দৃষ্টিকটু। তৃতীয় টি-টোয়েন্টিতে তিন বার স্কুপ শটের অনুশীলন করতে গিয়ে হয়েছেন বোল্ড। অফফর্মে আছেন স্বয়ং অধিনায়ক শান্ত। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে লিটনের প্রসঙ্গ এসেছে শান্তর কাছে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘একটু আগে যে উত্তর দিলাম লিটনের ব্যাপারে, আমরা চাইনি যে শেষ মুহূর্তে অন্য কোনো খেলোয়াড় আসুক। যে ভুলটা হয়তো অতীতে করেছি। তবে আমরা চেয়েছি যে দলটা আমাদের থাকবে, এই দলটাকে নিয়ে আমরা বিশ্বকাপে যাব।’
১৬০ ও ১৪০ রান করে তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয় বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সর্বোচ্চ দুই রানসংগ্রাহক। এর বাইরে বাংলাদেশের আর কোনো ব্যাটার সিরিজে ১০০ রানও করতে পারেননি। সৌম্য সরকার দুই ম্যাচ সুযোগ পেয়েও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। এমনকি স্বয়ং অধিনায়ক শান্তও পাচ ম্যাচে করেন ৮৯ রান। নিজেদের রানে ফেরার তাগিদই যেন দিলেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা রানে থাকলে দলের জন্য অবশ্যই বাড়তি এক সুবিধা। আমাদের উচিত প্রতিদিন রান করা। প্রত্যেকের কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা আছে। আশা করি, সবাই ভালো পারফরম্যান্স করবে।’
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে আবহাওয়ার সঙ্গেও লড়াই করতে হয়েছে। চট্টগ্রামে প্রথম দুই ম্যাচে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। সদ্য সমাপ্ত বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের উইকেট ও আবহাওয়ার প্রসঙ্গে কথা বলেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘লিটন ও আমার কথা যেটা বললেন, অনেকে কাছে অজুহাত মনে করতে পারেন। যে সিরিজটা আমরা খেলেছি, মনে হয় না খুব ভালো উইকেটে আমরা খেলেছি। এমনকি চট্টগ্রামেও। বৃষ্টির কারণে দুই-তিন ম্যাচে অন অ্যান্ড অফ করে ব্যাটিং করা লেগেছে।’