রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেছেন, কাপ্তাই হ্রদে দ্রুত সময়ের মধ্যে ড্রেজিং কার্যক্রম শুরু করা করার জন্য ৯শ ৭৭ কোটি টাকার ডিপিপি পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হয়ে গেলে ড্রেজিং কার্যক্রম শুরু করা হবে।
রোববার (১২ মে) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, কাপ্তাই হ্রদের কাট্টলী বিলে মাছের পোনা অবমুক্ত করলে মাছের পোনা কেউ ধরতে পারবে না। এইজন্য বিএফডিসিকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, খেলাধুলার মানোন্নয়নে এখানে বিকেএসপি’র শাখা প্রতিষ্ঠা করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন ৪০ একর জায়গা সন্ধান করার জন্য। জায়গার সন্ধান পেলে কার্যক্রম শুরু করা হবে।
সভায় স্বাস্থ্য, শিক্ষা, আইন শৃঙ্খলাসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক জোবায়দা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।