খাগড়াছড়ি:- খাগড়াছড়ির ৪ উপজেলায় উপজেলা নির্বাচনের প্রাপ্ত সেরকারী ফলাফলে জয় পেয়েছেন মানিকছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে মো: জয়নাল আবেদিন ২২ হাজার ৪শ ৫৮ ভোট পেয়ে জয় লাভ করেন।
ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে চলাপ্রু মারমা নিলয় ১০ হাজার ২শ ২২ ভোটে এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে নুরজাহান আফরিন লাকী ১৭ হাজার ৬শ ৯৭ ভোট পেয়ে জয় লাভ করে।
রামগড় উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে বিশ্ব প্রদীপ কুমার কারবারী ১৩ হাজার ৮শ ৪৩ ভোট পেয়ে জয় লাভ করেন। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে মোবারক হোসেন ১০ হাজার ৯শ ৭১ ভোটে এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক নিয়ে নাছিমা আহসান নীলা ১৬ হাজার ভোট পেয়ে জয় লাভ করে।
লক্ষ্মীছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে সাথোয়াইঅং মারমা ৬ হাজার ১শ ৭০ ভোট পেয়ে জয় লাভ করেন। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে রতন বিকাশ চাকমা ৬ হাজার ৭শ ৩৭ ভোটে এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে অয়ক্রইপ্রু মারমা ৬ হাজার ২শ ২ ভোট পেয়ে জয় লাভ করে।
মাটিরাঙা উপজেলা চেয়ারম্যান পদে কৈ মাছ প্রতীক নিয়ে আবুল কাশেম ভূইয়া ১৯ হাজার ২শ ৫ ভোট পেয়ে জয় লাভ করেন। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে আলী হোসেন ১২ হাজার ৯শ ৪১ ভোট পেয়ে জয় লাভ করে। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে মোসা. আমেনা বেগম ১৯ হাজার ৩শ ৮২ ভোট পেয়ে জয় পায়।
বুধবার (৮ মে ২০২৫) রাতে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর রিটার্নিং অফিসার খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম এ ফলাফল ঘোষণা করে।