রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সংরক্ষিত বনে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করল বন বিভাগ।
মঙ্গলবার (৭ মে) দুপুরে উপজেলার পাবলাখালী রেঞ্জের চূড়াখালী মৌজায় সংরক্ষিত বনের আকাশ মনি বাগানে উচ্ছেদ চালায় বন বিভাগ।
উচ্ছেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজীব মজুমদার জানান, চূড়াখালী মৌজার সংরক্ষিত বনের আকাশমনি বাগানে বেদখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছিল।
বন বিভাগের অভিযানে অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে এক একর সংরক্ষিত বনভূমি বেদখল মুক্ত হলো।
অভিযানে বন বিভাগকে ৩৭ বিজিবি রাজনগর ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।