খেলা ডেস্ক:- কাদিজের বিপক্ষে নিজেদের ম্যাচ জেতায় এবং জিরোনার কাছে বার্সেলোনা হারায় গতকাল লা লিগার শিরোপা নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড ৩৬তম বার লিগ জিতল রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে কাদিজকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা ঠিক করে রেখেছিল কার্লো আনচেলোত্তির দল। এই ম্যাচের পরই জিরোনার মাঠে কাতালানরা হেরে গেছে ৪-২ গোলে।
তাতে বার্সেলোনা থেকে রিয়াল এগিয়ে গেছে ১৩ পয়েন্টে। বাকি ৪ ম্যাচ জিতলেও রিয়ালকে ছুতে পারবে না জাভি এর্নান্দেসের দল। ফলে ৪ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন উদযাপন করল রিয়াল।
সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে কাদিজের রক্ষণ ভাঙতে পারেনি রিয়াল।
দ্বিতীয়ার্ধে অবশ্য আর আটকে রাখতে পারেনি স্বাগতিকদের। ব্রাহিম দিয়াজ এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান বদলি নামা জুড বেলিংহাম। আর শেষ দিকে বড় জয় নিশ্চিত করেন জোসেলু। এদিকে জিরোনার মাঠে তৃতীয় মিনিটে ক্রিস্টেনসেনের গোলে এগিয়ে যায় বার্সেলোনা।
পরের মিনিটেই সমতায় ফেরে স্বাগতিকরা। লেভানদোস্কির পেনাল্টি গোলে আবার কাতালানরা লিড পায়। কিন্তু দ্বিতীয়ার্ধে টানা তিন গোল করে ম্যাচ জিতে নেয় জিরোনা।
ইংলিশ লিগে বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষেই আছে আর্সেনাল। তবে ওলভসকে ৫-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের পথেই আছে ম্যানচেস্টার সিটি।
হ্যাটট্রিকসহ ৪ গোল আর্লিং হালান্ডের। ১ পয়েন্ট বেশি নিয়ে গানাররা শীর্ষে থাকলেও এক ম্যাচ কম খেলা সিটিজেনরা আছে সুবিধাজনক অবস্থায়। বাকি ৩ ম্যাচ জিতলেই টানা চতুর্থবার লিগ জিতবে পেপ গার্দিওলার দল। এএফপি