ডেস্ক রির্পোট:- দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ১০৩ জন চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এক হাজার ৮২৮ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬০৫ জন, ভাইস চেয়ারম্যান ৬৯৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২৯ জন রয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) ছিল এ ধাপের ১৫৯ উপজেলায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ২১ মে এ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ১০৩ জন, ভাইস চেয়ারম্যানে ৫১ ও মহিলা ভাইস চেয়ারম্যান থেকে ২৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেন।
আগামী ২১ মে এসব উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৮ মে প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদের এ নির্বাচন শুরু হচ্ছে। ২৯ মে তৃতীয় এবং ৫ জুন চতুর্থ ও সর্বশেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, দ্বিতীয় ধাপের উপজেলা ভোটে মোট দুই হাজার ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৬২ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ১৯১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৭৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭০১ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৩৮ জন রয়েছেন। একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় ইতোমধ্যেই তিন জন চেয়ারম্যান, তিন জন ভাইস চেয়ারম্যান ও পাঁচ জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।