খাগড়াছড়ি:-আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে খাগড়াছড়ি জেলার তিন উপজেলার পাঁচ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়া নির্ণিমেষ দেওয়ান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর ফলে চেয়ারম্যান পদে খাগড়াছড়ি সদর উপজেলায় প্রতিদ্বন্দ্বিতায় রইলেন বাকি ৬ প্রার্থী।
মনোনয়নপত্র দাখিলের পর চেয়ারম্যান প্রার্থী নির্ণিশেষ দেওয়ান তার পক্ষে বিপুল জনসমর্থন রয়েছে বলে প্রচারণা চালিয়েছেন, ভোটও চেয়েছেন। আকস্মিক তার মনোনয়নপত্র প্রত্যাহারে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এছাড়া চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া পানছড়ি উপজেলার সমর বিকাশ চাকমা, কালা চাঁদ চাকমা এবং মানিক পুতি চাকমা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। পানছড়ি উপজেলায় বর্তমানে ইউপিডিএফ (প্রসীত) সমর্থিত চন্দ্র দেব চাকমা এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক) মিটন চাকমা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় রইলেন।
ভাইস চেয়ারম্যান পদে দীঘিনালা উপজেলার মো. মজিবর ফরাজি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মজিবর ফরাজি হলফনামায় তথ্য গোপনের অভিযোগে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আপিলে মনোনয়ন ফিরে পেয়েছিলেন।
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জোনায়েদ কবির সোহাগ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন কাজ করছে। নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটারদের ভোট দিতে আহ্বান জানিয়েছেন তিনি।