শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ-সমাবেশ ডিসেম্বরে বাংলাদেশ-ভারত বৈঠকের প্রস্তুতি, হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনার সম্ভাবনা বিচারের পর আ.লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে-টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ংকর পরিকল্পনা করছে: জাগপা নেতা রহমত নতুন সিইসি নাসির উদ্দীনের নাম ছিল বিএনপির তালিকায় নাসির উদ্দীনকে সিইসি করে নির্বাচন কমিশন গঠন ‘জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই’ রাঙ্গামাটির কাপ্তাই অটল ছাপ্পান্ন আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন খালেদা জিয়াকে সেনাকুঞ্জে আনতে পেরে আমরা গর্বিত : প্রধান উপদেষ্টা সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণে কমিটি, অ্যাপস থেকে পাস

খাগড়াছড়ি পৌর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩৫৫ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির পৌরবাসীর স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে পৌর স্বাস্থ্যকেন্দ্রে একজন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক থাকলেও তিনি কোনো সেবা দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি প্রাইভেট ক্লিনিকে রোগী দেখেন, কিন্তু পৌরসভায় রোগী দেখেন না। এদিকে পৌর এলাকার বেশ কয়েকজন কাউন্সিলর এই অভিযোগে ওই চিকিৎসককে অন্যত্র বদলির জন্য মেয়রের কাছে সুপারিশও করেছেন।

অভিযুক্ত ওই চিকিৎসকের নাম আব্দুস সামাদ ফকির। তিনি খাগড়াছড়ি পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্বরত।

খাগড়াছড়ি পৌরসভা সূত্রে জানা যায়, ১৩ বর্গকিলোমিটারের খাগড়াছড়ি পৌর এলাকার জনসংখ্যা বর্তমানে প্রায় এক লাখ। পৌরবাসীর বিনা মূল্যে চিকিৎসাসেবার মান নিশ্চিত করার জন্য ২০১৯ সালে পৌরসভার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একজন এমবিবিএস চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। নিয়োগ অনুযায়ী পৌরসভার মেয়রের নির্দেশ মোতাবেক পৌরসভার ৯ ওয়ার্ডে চিকিৎসাসেবা দেওয়াসহ পৌরসভার ইপিআই কর্মসূচি, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগ গ্রহণে সহায়তা করবেন।

এ ছাড়া তিনি পৌর এলাকার পরিবেশ ও পরিচ্ছন্নতা সংরক্ষণ এবং হোটেল, রেস্তোরাঁ, হাটবাজারে খাদ্যের মান নিয়ন্ত্রণের জন্য সরাসরি দায়িত্ব পালন করবেন। এসবের কিছুই না করে বেসরকারি ক্লিনিকে রোগী দেখেন তিনি। পৌরসভার কোনো বাসিন্দা সেবা পায় না বলে জানান জনপ্রতিনিধিরা।

খাগড়াছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘উনি (আব্দুস সামাদ) তিন বছর ধরে পৌরসভার মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। অথচ এ পর্যন্ত কোনো পৌরবাসীই তাঁর কাছে সেবা পায়নি। আমার ওয়ার্ডের কোনো বাসিন্দা চিকিৎসা পায়নি। আমি পৌরসভার মেয়রকে অনুরোধ করেছি, যাতে তাঁকে অন্যত্র বদলি করা হয়।’

খাগড়াছড়ি পৌরসভার মধুপুর এলাকার বাসিন্দা সৌরভ তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের পৌরসভায় যে চিকিৎসক তাঁর কাছ থেকে কোনো সময়ই চিকিৎসাসেবা পাই না। উনি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দেন। পৌরসভায় রোগী দেখেন না।’

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতীশ চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘পৌরসভার মেডিকেল অফিসার কখনোই ওয়ার্ডে এসে চিকিৎসা দেননি। পৌরসভা থেকে মোটা অঙ্কের বেতন দিয়ে চিকিৎসক রাখা হয়েছে, কিন্তু তিনি কখনোই রোগী দেখেন না।’

পৌরসভার মুসলিমপাড়া এলাকার বাসিন্দা রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘পৌরসভায় যদি আমরা স্বাস্থ্যসেবা পেতাম, তাহলে বেসরকারি ক্লিনিকে যেতে হতো না। পৌরসভায় আমরা কখনোই চিকিৎসাসেবা পাই না।’

নিয়মিত সেবা না দেওয়ায় পৌরসভার চিকিৎসক আব্দুস সামাদ ফকিরকে অন্যত্র বদলি করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কাউন্সিলররা চিকিৎসক আব্দুস সামাদের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ দিয়েছেন। তিনি প্রাইভেট ক্লিনিকে রোগী দেখেন। পৌরসভায় রোগী দেখেন না। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে লিখিতভাবে অনুরোধ জানাব।’

এদিকে নিয়মিত বেতন-ভাতা নিলেও রোগীদের চিকিৎসা দিতে বাধ্য নন বলে জানান অভিযুক্ত চিকিৎসক আব্দুস সামাদ ফকির। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখানে রোগী দেখতে বাধ্য নই। তার পরও সপ্তাহে দুই দিন রোগী দেখি।’আজকের পত্রিকা

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions