ইউপিডিএফের অবরোধ: আওতামুক্ত থাকবে রাঙ্গামাটি শহর

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৪০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙ্গামাটি ইউনিটের ডাকা আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ রাঙ্গামাটি শহর এলাকায় শিথিল করা হয়েছে, অর্থাৎ রাঙ্গামাটি শহর অবরোধের আওতামুক্ত থাকবে।

বুধবার (২৪ এপ্রিল) ইউপিডিএফ রাঙ্গামাটি ইউনিটের সংগঠক সচল চাকমা সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘অনেকের অনুরোধের প্রেক্ষিতে আমরা রাঙ্গামাটি শহরকে অবরোধের আওতার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে অবরোধের সমর্থনে আমাদের কোন কার্যক্রম থাকবে না। তবে রাঙ্গামাটি শহর ছাড়া জেলায় যথারীতি ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ অবরোধ চলবে।’

তবে অ্যামবুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুতের সংযোগ প্রদান ও মেরামতের কাজে ব্যবহৃত গাড়ি, জরুরি ঔষধ, সংবাদপত্র ও সাংবাদিক বহনকারী যান অবরোধের আওতামুক্ত থাকবে বলে সংগঠনটি জানায়।

ইউপিডিএফ নেতৃবৃন্দ অবরোধ সফল করার জন্য বাস-ট্রাক-লঞ্চসহ সকল যান ও পরিবহন মালিক ও শ্রমিক সমিতি ও সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions