রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) চিৎমরম সাংগ্রাই জল উৎসব উদ্যাপন কমিটির আয়োজনে এ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ দীপংকর তালুকদার এমপি।
উদ্যাপন কমিটির আহ্বায়ক ওয়েশ্লিমং চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হকসহ অন্যান্যরা।
সাংগ্রাই জল উৎসবে মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণী ও শিশু-কিশোররা তাদের ঐতিহ্যের পোশাক পরিধান করে মারমা গানের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেয়। এছাড়া উৎসবে ঐতিহ্যবাহী খেলাধুলা ও নাচে গানে মেতে উঠে মারমা তরুণ-তরুণীরা।