
খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাইন্দং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলামকে আটক করেছে পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) রাতে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাইন্দং এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে সোমবার আদালতে সোপর্দ করা হবে। তাজুল ইসলামের বিরুদ্ধে হামলা, ভাঙচুরসহ ১১টি ফৌজদারি মামলা রয়েছে।
ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, মাটিরাঙ্গা থানায় দায়ের করা ৬টি মামলার পাশাপাশি খাগড়াছড়ি সদর থানার আরও ৫টি মামলার আসামি তাজুল ইসলাম। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।