
কাতালান ডার্বির ম্যাচ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আগেই মিলেছিল। বলের দখলে বার্সেলোনা এগিয়ে থাকলেও এস্পানিওল লড়েছে সমানে সমানে। এক সময় মনে হচ্ছিল বছরের প্রথম ম্যাচটা ড্র দিয়েই শেষ করবে বার্সা। কিন্তু শেষ পর্যন্ত লড়াই চালিয়ে টানা নবম জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল।
শনিবার (৩ জানুয়ারি) আরসিডিই স্টেডিয়ামে স্বাগতিক এস্পানিওলের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে ৪ মিনিটের ব্যবধানে দানি ওলমো ও রবার্ট লেভানদোভস্কি গোল করলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। ১৯ ম্যাচে ১৬ জয় ও ১ ড্রয়ে ৪৯ পয়েন্ট হ্যান্সি ফ্লিকের দলের। জাবি আলোনসোর শিষ্যরা এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। এস্পানিওল ১৮ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।
ম্যাচে বল পজিশনে বার্সেলোনা এগিয়ে থাকলেও গোলের জন্য নেয়া শটে এগিয়ে ছিল স্বাগতিক এস্পানিওল। সফরকারীরা ৬৯ শতাংশ বল পজিশন ধরে রেখে ১৩টি শটের ৬টি লক্ষ্যে রাখতে পারে। ৩১ শতাংশ বল পজিশন ধরে রেখে সমান শট নিলেও ৭টি লক্ষ্যে রাখতে পেরেছে স্বাগতিকরা।
ম্যাচের ৮৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সা। ফেরমিন লোপেসের পাস ডি-বক্সের বাইরে পেয়ে জোরাল শটে দূরের কোণা দিয়ে জালে পাঠান দানি ওলমো। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার লোপেসের অ্যাসিস্টে সব শঙ্কায় জল ঢেলে দেন পোলিশ তারকা লেভানদোভস্কি।
তবে এই ম্যাচে দুই গোলদাতাকে পেছনে ফেলে আলোচিত চরিত্র হুয়ান গার্সিয়া। গত গ্রীষ্মে বার্সায় যোগ দেয়ার পর এটি ছিল সাবেক ক্লাবের বিপক্ষে তার প্রথম ম্যাচ। এদিন বেশ কয়েকটি দারুণ সেভ করে দলের জাল অক্ষত রেখে ম্যাচসেরার পুরস্কারও জিতে নিয়েছেন এই স্প্যানিয়ার্ড।