
কোটি জনতার শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বাংলাদেশ শুধু নয়, মুসলিম বিশ্বের ইতিহাসের স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বিকাল সাড়ে ৪টা ৪০ মিনিটে স্বামীর কবরের পূর্বপাশে তাকে সমাহিত করা হয়।
এসময় তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর পরিবারের সদস্য এবং দলের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মানুষের সমাগম মানিকমিয়া এভিনিউ ছাপিয়ে আশেপাশে আরও কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে যায়।