
রাঙ্গামাটি:- কিশোর গ্যাং ও মাদকমুক্ত রাঙ্গামাটি গড়ার দাবিতে মানববন্ধন করেছেন সচেতন রাঙ্গামাটিবাসী। তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৭ ডিসেম্বর সকালে এই মানববন্ধন করে রাঙামাটি শহরকে নিরাপদ রাখতে কিশোর গ্যাং ও তাদের আশ্রয়-প্রশ্রয় কারীদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এতে রাঙ্গামাটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠন, শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ী অংশ নেন।
এতে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি। সঞ্চালনা করেন হিল সার্ভিসের দপ্তর সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন। মানববন্ধনে বক্তারা বলেন, “রাঙ্গামাটি পৌর এলাকা একসময় ছিল শান্ত-নির্ভেজাল শহর। আজ রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার, কাঁঠালতলী, পৌরসভা এলাকা, শান্তিনগর, তবলছড়ি, কলেজ গেইট এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, মাদক ব্যবসায়ীদের ছোবল আর অনলাইন জুয়ার ফাঁদে কিশোর ও তরুণরা ধ্বংসের পথে। যে নেশার কারণে তরুণরা মৃত্যুর দিকে যাচ্ছে, যে কিশোর গ্যাং এর কারণে সমাজে অশান্তি সৃষ্টি হচ্ছে—সেই নেশাকারবারি ও কিশোর গ্যাংদের এখনই আইনের সামনে দাঁড় করাতে হবে।”
বক্তারা জোর দিয়ে বলেন, “মাদক বিক্রি, কিশোর গ্যাং, চাঁদাবাজি, র্যাগিং, অনলাইন ক্যাসিনো-এসব অপসংস্কৃতির পেছনে যারা আছে, তাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নিতে হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না। সমাজকে রক্ষার জন্য প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করতেই হবে।”
রাঙ্গামাটি শহরে হঠাৎ করে কিশোর গ্যাং এর দৌরাত্ম বেড়ে যাওয়ায় শহরে আইনশৃঙ্খলা অবনতি সহ সাধারণ মানুষের নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। রাঙ্গামাটি শহরকে নিরাপদ রাখতে কিশোর গ্যাং ও তাদের আশ্রয়-প্রশ্রয় কারীদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।