শিরোনাম
গুমে জড়িত ছিল সেনাকাঠামোর প্রতিটি স্তর! হাদি হত্যার মূল পরিকল্পনাকারী লুকিয়ে আছেন কলকাতাতেই রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা ২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ, বিদেশে রয়েছে ৭টি ডিসেম্বরে সৌদিসহ যেসব দেশ থেকে এসেছে সর্বোচ্চ রেমিট্যান্স সকালে এই ভুলগুলোর কারণে দ্রুত বুড়িয়ে যাচ্ছেন না তো? আপাতত কোনো নির্বাচন হবে না, ভেনেজুয়েলার দায়িত্ব আমার: ট্রাম্প শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান ঘুম ভাঙতেই কোমরে টান? শরীর কিন্তু নীরবে বিপদের বার্তা দিচ্ছে জাতীয় সরকার নিয়ে জামায়াতের সঙ্গে তারেক রহমানের কথা হয়নি : বজলুর রশীদ

রাঙ্গামাটিতে বুনো হাতির আক্রমণে ২ নারীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২১১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সংযোগ সড়কের কামিলাছড়িতে বুনো হাতির পালের আক্রমণে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৫টা থেকে ৬টার মধ্যে দুইটি পৃথক ঘটনার খবর পাওয়া গেছে। এ দুটি ঘটনায় দুইটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়েছে। একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহত দুই নারী হলেন ঝর্না চাকমা (৬০) ও সবিতা চাকমা (৬২)। এরমধ্যে ঝর্না চাকমা রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড চেয়ারম্যানপাড়া এলাকা এবং সবিতা চাকমা মগবান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড গলাছড়ি এলাকার বাসিন্দা। আহতরা হলেন- অনিমেষ চাকমা, ত্রিজয় চাকমা। তাদের বিস্তারিত নাম-ঠিকানা জানা যায়নি।

রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ধন বিকাশ চাকমা বলেন, সন্ধ্যা ৬টার দিকে হাতির আক্রমণে একজন নারী নিহত হয়েছে৷ আরেকজন জরুরি অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আহত ছিল আরও দুজন।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, (রোববার) সন্ধ্যা আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে সদরবিট এলাকায় একটি সিএনজি অটোরিকশায় বুনো হাতির পাল আক্রমণ করে। তখন ঘটনাস্থল থেকে অটোরিকশা সরে যান এবং আমাদেরকে জানান। বন বিভাগের লোকজন খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলের দিকে যান এবং সন্ধ্যা ৬টার দিকে কামিলাছড়ি এলাকায় রাস্তায় আরেকটি সিএনজি অটোরিকশা পড়ে থাকতে দেখে। সেখানে দুইজন নারী (পাহাড়ি) আহত অবস্থায় ছিলেন। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। আরেকজনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেয়া হলে চট্টগ্রামে রেফার্ড করা হয়। চট্টগ্রামে যাওয়ার পথে রাঙ্গুনিয়ার শান্তিরহাটে মারা যান।

রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থলে বিচ্ছিন্নভাবে দুইটি হাতির পাল ছিল। দুটি পালে শাবকসহ ৬-৭টি হাতি ছিল। পরবর্তীতে রাত ৭টার মধ্যেই আমরা ওই সড়কে যাতায়াত ও পর্যটকদের সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সহায়তায় নিরাপদে সরিয়ে এনেছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions