
বান্দরবান:- বান্দরবান ডায়াবেটিস হাসপাতাল একটি পরিপূর্ণ হাসপাতালের পরিপূর্ণ হাসপাতালে রূপান্তরিত করা হবে। হাসপাতালটি সমপ্রসারণে এক্সরে, চক্ষু কর্ণার, ফ্রি ক্যাম্প, ডায়ালিসিস সেন্টার, থেরাপি সেন্টার, রোগী কল্যাণ ফান্ডসহ বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সবধরনের রোগীদের কম খরচে চিকিৎসা কার্যক্রম চালু করা হবে শুক্রবার চৌদ্দই নভেম্বর থেকে। প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র ১শ টাকা ফি‘তে বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখবেন।
গতকাল বান্দরবান ডায়াবেটিস হাসপাতালের মিলনায়তনে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে পরিচালনা পরিষদের দায়িত্বশীলরা এ ঘোষণা দেন। এ সময় বক্তব্য রাখেন ডায়াবেটিকস হাসপাতালের সহ–সভাপতি অধ্যাপক ওসমান গনি, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লিটন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রশিদ, হাসপাতালের কনসালটেন্ট ডা. অংচালু মারমা প্রমুখ। প্রেস কনফারেন্সে বান্দরবান ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘বান্দরবান ডায়াবেটিস হাসপাতাল ২০১১ সালে নির্মিত হলেও দীর্ঘদিন কার্যক্রম তেমনভাবে চোখে পড়েনি। অনেকটা পরিত্যক্ত ভবনের মতো অবস্থায় পড়েছিল। বান্দরবানে যে একটি ডায়াবেটিস হাসপাতাল রয়েছে, তা অনেকেই জানতো না। আমরা চাই, ভবিষ্যতে বান্দরবানবাসী খুব সামান্য ফি দিয়ে এই হাসপাতাল থেকে বিভিন্ন চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে। ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ প্রতিপাদ্যে শুক্রবার ১৪ নভেম্বর বান্দরবানে পালিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস। ঐ দিন থেকেই ডায়াবেটিস ছাড়াও ইসিজি, আলট্রাসনোগ্রাফি সহ তিনটি নতুন সেবা কার্যক্রম চালু হবে।