রাঙ্গামাটির বাঘাইছড়িতে এমএন লারমা’র ভাস্কর্য উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:-রাঙ্গামাটি জেলায় এই প্রথম বাঘাইছড়িতে নির্মিত হয়েছে মানবেন্দ্র নারায়ণ লারমা’র ভাস্কর্য। রবিবার আনুষ্ঠানিকভাবে ভাষ্কর্য উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের শিজকমুখ এলাকার শিজক কলেজ সম্মুখে নবনির্মিত এমএন লারমার ভাস্কর্য উন্মোচন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ভাস্কর্য নির্মাণ কমিটি।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি উপজেলার আঞ্চলিক কমিটির পরিচালক পুলক জ্যোতি চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি ঊষাতন তালুকদার। প্রধান আলোচক ও ভাস্কর্য উদ্বোধন করেন এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি চিবরণ চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভাস্কর্য নির্মাণ কমিটির সদস্য সচিব ত্রিদিপ চাকমা (দিপ বাবু)। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, শিজক কলেজের অধ্যক্ষ সুভাষ দত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক শান্তনা চাকমা। এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, হেডম্যান-কার্বারি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, জনসংহতি সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে ত্রিদিপ চাকমা ভাস্কর্য নির্মাণের উদ্যোগ ও ইতিহাস তুলে ধরেন এবং যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বক্তারা মানবেন্দ্র নারায়ণ লারমা ছাত্র জীবন হতে কিভাবে সংসদ সদস্য হয়েছেন এবং জুম্ম জাতির মহান বিপ্লবী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সে বিষয়ে আলোচনা করেন। এমএন লারমার জীবনী হতে বর্তমান প্রজন্মকে শিক্ষা গ্রহণের আহবান জানান এবং এমএন লারমার জীবনী ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বাঘাইছড়িতে লাইব্রেরি নির্মাণসহ বিভিন্ন উদ্যোগের বিষয় আগ্রহ প্রকাশ করেন।

সভার প্রধান অতিথি ঊষাতন তালুকদার বলেন, জুম্ম জাতির অগ্রদূত এমএন লারমা একজন ত্যাগী নেতা ও জুম্ম জাতির পথ পদর্শক ছিলেন। তিনি দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে ন্যায় সৎ পথে থেকে অধিকার আদায়ের কথা বলতে হয়। আজকে শিজক কলেজের মত একটি পবিত্র শিক্ষা প্রাঙ্গণের পাশে আরেকটি পবিত্র স্থাপনা নির্মিত হওয়ায় আমরা আনন্দিত এবং গর্বিত। এমএন লারমার মৃত্যু জুম্ম জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে, যার জন্য আমরা অনেক বেশি পিছিয়ে আছি। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমাদের সকলের উচিত ঐক্যের পথে চলা যে ঐক্যের পথ দেখিয়েছেন এম এন লারমা।

তিনি আরো বলেন, আমরা যেমনি চুক্তি করতে পেরেছি একতাবদ্ধ থাকলে চুক্তি বাস্তবায়নও করতে পারবো; শুধু প্রয়োজন আমাদের একতাবদ্ধতা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions