
খাগড়াছড়ি:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। খাগড়াছড়ি থেকে মনোনয়ন পেয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া।
সোমবার ঢাকায় স্থায়ী কমিটির বৈঠক শেষে আসন্ন সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে ওয়াদুদ ভূঁইয়ার নাম প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ওয়াদুদ ভূঁইয়া এর আগে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী কল্প রঞ্জন চাকমাকে প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।
এদিকে ওয়াদুদ ভূঁইয়া ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।