শিরোনাম
রাঙ্গামাটির লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুদকের অভিযান খাগড়াছড়ির বর্মাছড়িতে ইউপিডিএফ এর নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা এবং রাষ্ট্রবিরোধী কর্মকান্ড প্রসঙ্গে যুদ্ধবিরতির পরও থামছে না ইসরায়েল, বাড়ছে মানবিক বিপর্যয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি সালমান শাহ হত্যা মামলা: আসামিরা কে কোথায়? ২৮২ কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মেলিসা’, আঘাত হানতে পারে যেখানে রাউজান দাপিয়ে বেড়াচ্ছে সাত সন্ত্রাসী বাহিনী সিএইচটি সম্প্রীতি জোটের আত্মপ্রকাশ: বহুজাতিসত্তার প্রতিনিধিত্বে ১৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে সেই হাতি শাবকের মরদেহ ৬ দিন পর উদ্ধার খাগড়াছড়িতে ধর্ষণের শিকার চাকমা শিক্ষিকা পুলিশকে লোমহর্ষক ধর্ষণের বর্ণনা দিলেন

রাঙ্গামাটির লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুদকের অভিযান

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৪২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে টিম অদ্য মঙ্গলবার সকাল ৯:০৯ ঘটিকায় লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে স্বাস্থ্য কমপ্লেক্সে কোন কর্মকর্তা-কর্মচারীকে উপস্থিত পায়নি। শুধুমাত্র একজন ঝাড়ুদার ঝাড়ু দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। একই সময়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে ধূলোমলিন আসবাবপত্র ও অন্ধকারাচ্ছন্ন মাকড়সার জাল পরিলক্ষিত হয়। উক্ত কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান গতকাল রাঙ্গামাটি জেলা সদরে মিটিংয়ে এসে অসুস্থ হয়ে পড়ায় তার কার্যালয়ে উপস্থিত হতে পারেননি। পরবর্তীতে রাঙ্গামাটি পার্বত্য জেলার সিভিল সার্জনকে উক্ত বিষয়ে অবহিত করা হলে তিনি ছুটির বিষয়ে অবগত নন মর্মে জানান। এ সময় এনফোর্সমেন্ট টিম হাসপাতালের দুইটি ফ্লোর টিম পরিদর্শন করেন এবং রোগীদের সাথে কথা বলে জানতে পারেন, তাদেরকে অত্যন্ত নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে এবং এক নাগাড়ে কেবল ডিম এবং সবজি পরিবেশন করা হচ্ছে। এনফোর্সমেন্ট পরিচালনাকালে একজন ডাক্তার হাসপাতালে আসেন এবং চিকিৎসা কার্যক্রম গ্রহণ করেন। বাকী তিনজন ডাক্তার আজকেও অনুপস্থিত রয়েছেন । হাসপাতালের বিভিন্ন কক্ষ পরিদর্শনকালে একজন স্বাস্থ্য সহকারীকে হাফপ্যান্ট পরিহিত অবস্থায় পাওয়া যায়।
এসকল বিষয়ে দুদক কর্মকর্তাগণ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ জিজ্ঞাসাবাদ করলে তারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। পরবর্তীতে প্রধান সহকারীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ হাসপাতালে একে একে আসেন। স্টোর কিপার এবং ফার্মাসিস্টকে তলব করা হলে জানা যায়, ফার্মাসিস্ট গতকাল পর্যন্ত ৭ দিনের ছুটিতে থাকলেও আজও তিনি অনুপস্থিত রয়েছেন এবং এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অবগত নন মর্মে জানান। স্টোর কিপারকে তলব করে তার কাছ থেকে ঔষধের রেজিস্টারসমূহ সংগ্রহপূর্বক পরীক্ষা করে দেখা যায় যে, তিনি প্রায় এক বছর যাবত রেজিস্টার আপডেট করেননি। হাসপাতালে কি পরিমাণ ঔষধ মজুদ আছে এবং কি পরিমাণ ঔষধ অধিযাচনের প্রেক্ষিতে ফার্মাসিস্টদের দেওয়া হয়েছে এই সম্পর্কিত কোন তথ্যই সে এনফোর্সমেন্ট টিমকে প্রদান করতে পারেনি। এমতাবস্থায়, অধিযাচনপত্র ইস্যু করে তার নিকট থাকা রেজিস্ট্রারসমূহ জব্দ করা হয়। হাসপাতালে ফার্মাসিস্ট এর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী টিমকে জানান, কি পরিমাণ ঔষধ অধিযাচনের মাধ্যমে গ্রহণ করা হয়েছে তার রেজিস্টারসমূহ ফার্মাসিস্ট তালাবদ্ধ করে রাখায় দেখানো সম্ভব নয়। এ পর্যায়ে স্থানীয় চিকিৎসা গ্রহীতা ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ হাসপাতালে জড়ো হয়ে নানান অভিযোগ জানাতে থাকেন।
এই সময়ে খাবারে অনিয়মের ব্যাপারে অনুসন্ধানের নিমিত্তে রান্নাঘর পরিদর্শন করা হয়ে। একটি পরিত্যক্ত জরাজীর্ণ স্যাতস্যাতে বিদ্যুতবিহীন কক্ষে রান্নাঘরের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে অত্যন্ত নোংরা, অন্ধকার ও অস্বাস্থ্যকর পরিবেশে ডায়েট চার্ট বহির্ভূত তেলাপিয়া মাছ রান্না হচ্ছে। এসময়ে উপস্থিত সাংবাদিকগণ এবং স্থানীয় জনগণ জানান, ঠিকাদারের বাসায় নিয়মবহির্ভূতভাবে রান্না করে হাসপাতালে সরবরাহ করা হয়। এ বিষয়ে ঠিকাদারকে তলব করা হলে তিনি হাজির হন। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে নয়ন নামক একজন ঠিকাদারের পক্ষ থেকে সাব-কন্ট্রাক্টের বিনিময়ে খাবার পরিবেশন করে থাকে। নিম্নমানের খাবার সরবরাহের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তা স্বীকার করে। রোগীদের সপ্তাহে দুই দিন রুই/কাতলা/ মৃগেল মাছ এবং দুইদিন মুরগীর মাংস সরবরাহ করার কথা থাকলেও তাদেরকে ক্রমাগত দিনের পর দিন শুধু ডিম এবং নিম্নমানের সবজি পরিবেশন করা হয়।
পরবর্তীতে টিম সদ্য নির্মিত নতুন স্বাস্থ্য কমপ্লেক্স ভবন পরিদর্শন করে। পরিদর্শনকালে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছে মর্মে অভিযোগ পায়। নতুন ভবনটি ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করার কথা থাকলেও তা করা হয়নি মর্মে টিম জানতে পায়। ভবনটির বিভিন্ন স্থানে ইতোমধ্যে ময়লা-আবর্জনার স্তূপ জমে হস্তান্তরের পূর্বেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়ার আশংকা পরিলক্ষিত হয়। টিম পরবর্তীতে রাঙ্গামাটি ফিরে এসে সিভিল সার্জন, রাঙ্গামাটির সাথে দেখা করে তাকে উদ্ঘাটিত নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে অবহিত করেন।
এমতাবস্থায়, অভিযানকালে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম-দুর্নীতির প্রাথমিক সত্যতা পরিলক্ষিত হওয়ায় সংগৃহীত তথ্যাদি পর্যালোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর রিপোর্ট প্রদান করা হবে বলে জানান দুদক কর্মকর্তাগণ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions