শিরোনাম
খাগড়াছড়িতে ধর্ষণের শিকার চাকমা শিক্ষিকা পুলিশকে লোমহর্ষক ধর্ষণের বর্ণনা দিলেন কর্মরত প্রতিনিধি না রেখে চূড়ান্ত হচ্ছে পুলিশ কমিশন,মাঠ পুলিশে ক্ষোভ কড়া বার্তা বিএনপির একের পর এক গুলি করে হত্যা, কে এই ‘দুর্ধর্ষ রায়হান’ রাঙ্গামাটিতে পাহাড় কাটার সময় মাটি ধসে শ্রমিক নিহত বান্দরবানের বলিবাজারে আগুনে পুড়লো ১৩ দোকান রাঙ্গামাটির জুরাছড়িতে এইচএসসি উত্তীর্ণদের সেনা জোনের সংবর্ধনা রাঙ্গামাটির ছোট হরিণায় বিজিবি’র বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ রাঙ্গামাটির জুরাছড়ি জোন কর্তৃক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান ট্রাম্পের সফর: এশিয়ায় কার কি লাভ-ক্ষতি

রাঙ্গামাটির জুরাছড়িতে এইচএসসি উত্তীর্ণদের সেনা জোনের সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার একমাত্র কলেজ ‘শলক কলেজ’র এইচএসসি-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণদের সেনা জোনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রবিবার যক্ষাবাজার ক্যাম্পে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি জোন কমান্ডার লে. কর্নেল রাশেদ হাসান সেজান।

এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জোনাল স্টাফ অফিসার মেজর ফয়সাল মাহমুদ অনিক, পিএসসি, যক্ষাবাজার ক্যাম্প কমান্ডার মেজর মুহম্মদ সিফাত রায়হানসহ জোনের অন্যান্য ক্যাম্প কমান্ডারগণ, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোরশেদ আলম, জুরাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউনিয়ন চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, দুমদুম্যা ইউনিয়ন চেয়ারম্যান শান্তিরাজ চাকমা, মৈদং ইউনিয়ন চেয়ারম্যান সাধনানন্দ চাকমা, শলক কলেজের অধ্যক্ষ রোকসানা জাহান সুমি, শলক কলেজ সভাপতি সুরেশ চাকমাসহ এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিগণ।

সংবর্ধনা অনুষ্ঠানে জোন কমান্ডার লে. কর্নেল রাশেদ হাসান সেজান, পিএসসি বলেন, দেশ ও জাতির উন্নয়নে শিক্ষাক্ষেত্রে অগ্রগতির কোনও বিকল্প নেই, বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকায় অপ্রতুল সুযোগ সুবিধার জন্য এটা অনেক কষ্টকর হলেও নিজেদের সর্বোচ্চটা দিয়ে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে পাহাড়ি জনপদের উন্নয়নের স্বার্থে। অত্র এলাকার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরো বলেন, অত্র বছরে শলক কলেজের ফলাফল আশানুরূপ হয়নি, আগামী বছর কিভাবে শতভাগ কৃতকার্য হওয়াসহ শিক্ষার মানোন্নয়ন করা যায়, তার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী ছাত্র-ছাত্রীদের মাঝে জুরাছড়ি জোনের পক্ষ থেকে ক্রেস্ট ছাড়াও নতুন বই এবং পড়ালেখার বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় শলক কলেজের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ সংবর্ধনা প্রদান করার জন্য জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions