 
																
								
                                    
									
                                 
							
							 
                    
বান্দরবান:- বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম কর্মসূচিতে ঢল নেমেছে পাহাড়ি জনগোষ্ঠীদের।
শুক্রবার সকালে রোয়াংছড়ি উপজেলা পরিষদ চত্বরে বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটি উপ-জাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং।
জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌরসভার মেয়র মো. জাবেদ রেজার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুসাই মং, জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য চনুমং, সেলিম রেজা, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, অ্যাডভোকেট মিসেস উম্যাসিং প্রমুখ।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা বলেন, বিএনপি পাহাড়ি বাঙালি বিভেদ সৃষ্টিতে বিশ্বাস করে না। গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া মানুষকে ভালোবাসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পাহাড়ের ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীদের ঐতিহ্য সংস্কৃতি বাংলাদেশের অহংকার। পার্বত্য চট্টগ্রামকে বাদ দিয়ে বাংলাদেশ অকল্পনীয়।
তিনি আরও বলেন, পাহাড়ের মানুষ বিএনপিকে ভালোবাসে, গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়াকে ভালোবাসেন, তারই প্রমাণ আজকে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম কর্মসূচিতে পাহাড়ি জনগোষ্ঠীদের ঢল। পাহাড়ের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের আন্দোলনকে শক্তিশালী করতে চাই। জনগণই আমাদের শক্তি। জনগণের অধিকার আদায়ে একটি বাস্তবসম্মত রূপরেখা হলো ৩১ দফা। পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলেও জনগণকে সম্পৃক্ত করতেই এ সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটি উপ-জাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং বলেন, বিএনপি বিভেদে নয়, গণতন্ত্রে বিশ্বাসী দল। পাহাড় সমতল সবখানেই বিএনপি জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ। বিএনপি চায় বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকুক, সমৃদ্ধির পথে এগিয়ে যাক; কিন্তু ষড়যন্ত্রকারীরা বিএনপির মিথ্যা অপবাদ দিয়ে ফায়দা লুটতে চায়, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।