রাঙ্গামাটি- দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় রাঙ্গামাটিতে প্রশিক্ষণ কার্যক্রমে ভির বেড়েছে আগ্রহী তরুণদের। সরকারের এই উদ্যোগ আত্নপ্রত্যয়ী উদ্যোক্তা হতে স্বপ্ন দেখাচ্ছে যুব ও যুব মহিলাদের। সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রকল্প সংশ্লিষ্টদের।
শুক্রবার ২৬ সেপ্টেম্বর রাঙ্গামাটি যুব উন্নয়ন অধিদপ্তরে দেশের ৪৮ জেলার সাথে একযোগে ৪র্থ ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই প্রকল্পটি পরিচালনা করছে আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’।
রাঙ্গামাটিতে এবার ২৬৭ জন প্রার্থী আবেদন করেছেন ও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আগামীকাল ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরিক্ষাসহ চুড়ান্ত ফলাফল এসএমএস এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জানানো হবে।
এই পরীক্ষা তদারকি করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ সচিব ফেরদৌস সেলিম, রাঙ্গামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাহান ও ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর প্রতিনিধিবৃন্দ।