শিরোনাম
খাগড়াছড়ি থমথমে,এলাকাজুড়ে আগুনের ক্ষত,তিনজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর ভারতের মদদে পাহাড়ে ইউপিডিএফের তাণ্ডব ইসলামী ব্যাংকের ৪৯৭১ কর্মী ওএসডি, পরে চাকরিচ্যুত ২০০ গাজায় যুদ্ধ বন্ধে সম্মত নেতানিয়াহু ট্রাম্পের ‘হামাসবিহীন গাজা’ প্রস্তাবে যুদ্ধ বন্ধে সম্মত ইসরাইল ৫ আগস্টই মুছে ফেলা হয় শেখ হাসিনার ১ হাজার কল রেকর্ড জুলাই অভ্যুত্থানে ৩ লাখ গুলি ছোড়ে পুলিশ, ঢাকায় ৯৫ হাজার রাউন্ড মাদাগাস্কারে জেন জি বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিলেন প্রেসিডেন্ট থমথমে খাগড়াছড়ি চলছে ১৪৪ ধারা,সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট গাজায় জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস সবকিছুই,বাদ যাচ্ছে না হাসপাতাল আশ্রয় কেন্দ্র

নিউ ইয়র্কে জাতীয় নেতৃবৃন্দ লাঞ্ছিত

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় সোমবার বেলা ৩টায় যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এদিন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকাল সাড়ে ১০টায় বিশ্ববাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক বিষয় নিয়ে বৈঠক করবেন বাংলাদেশের সরকারপ্রধান। দেশের অর্থনীতির সার্বিক বিষয় নিয়ে বেলা ১১টায় বিশ্বব্যাংকের সভাপতির সাথে বৈঠক, এর পরপরই সাড়ে ১১টায় নেদারল্যান্ডসের রানীর সাথে বৈঠক করবেন তিনি।
বেলা আড়াইটায় বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত পাবলিক এবং প্রাইভেট সেক্টর লিডার্স মিটিংয়ে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারপ্রধান, বিকেল ৫টায় রেকিট বেনকিজারের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে সভা শেষে সন্ধ্যা ৭টায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে যোগ দেবেন ড. ইউনূস।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার সফরসঙ্গী পাঁচজন রাজনৈতিক জাতীয় নেতাদের নিয়ে এমিরেটসের একটি ফ্লাইটে নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার বিকেল ৩টা ১১ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
প্রধান উপদেষ্টা সরকারি প্রটোকল নিয়ে জাতীয় নেতৃবৃন্দকে বিমানবন্দরে রেখে আগেই বের হয়ে যান। তার প্রস্থানের প্রায় ১ ঘণ্টা পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা কোনো প্রটোকল ছাড়াই বিমানবন্দর থেকে বের হয়েছেন।
যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনাল দিয়ে বের হওয়ার সময় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিএনপি মহাসচিব, এনসিপির নেতৃবৃন্দকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এমনকি এনসিপি সদস্যসচিব আখতার হোসেনের দিকে ডিম ছুড়ে মারে। ডা. তাসনিম জারাকেও গায়ে হাত দেয়া ছাড়া তার সঙ্গে সকল অশোভন আচরণ করে। বাদ যায়নি বিএনপি মহাসচিবও। সোমবারের এ ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীরা বাংলাদেশ সরকারকে দুষছেন। তারা বলেন, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের ছয়জন নেতাকে রাষ্ট্রীয় অতিথি করে আমেরিকায় নিয়ে এসেছেন। অথচ সরকার নিউইয়র্কে জাতীয় নেতৃবৃন্দকে এনে কোনো প্রকার প্রটোকল ছাড়াই বিমানবন্দর থেকে বের করেছেন। ফলশ্রুতিতে আওয়ামী লীগের হাতে তারা লাঞ্ছিত হয়েছেন। বিএনপি নেতারা মনে করেন, সরকার এ ক্ষেত্রে অবহেলা করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সোমবার রাতে এক ব্রিফিংয়ে বলেন, নিউইয়র্কের কনস্যুলার অফিস, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল, তারা সঠিকভাবে বিষয়টি সমন্বয় করতে পারেননি। যার ফলে এ অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে।

বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক-বিষয়ক কমিটির সদস্য ও ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, লস এঞ্জেলেস ও ফ্লোরিডা কনস্যুলেটে ক্যাডার অফিসার ও অন্যান্য কর্মকর্তা থাকা সত্ত্বেও প্রধান উপদেষ্টাসহ আগতদের রিসিপশনের জন্য ডাকা হয়নি। বিএনপিসহ অন্য দলের নেতাকর্মীরা আগত অতিথিদের স্বাগত জানালেও সরকার কর্মচারীদের মতো নিরাপত্তাবেষ্টনী তৈরি করতে পারেন না, যে কারণে জাতীয় নেতৃবৃন্দ লাঞ্ছিত এবং অপমানিত হয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক-বিষয়ক কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা না দেয়ার কারণেই জাতীয় নেতৃবৃন্দ বিব্রতকর অবস্থায় পড়েছেন। তাদের ঢাকডোল পিটিয়ে আমেরিকায় এনে সরকার অপমানিত করেছেন। সোমবারের ঘটনার দায় সরকারকেই নিতে হবে।

এদিকে দলীয় মহাসচিবকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারা বিএনপির ব্যর্থতা বলে দাবি করেন অনেক নেতাকর্মী। তারা মনে করেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদেরও সমন্বয়ের অভাব ছিল। তারা বলেন, বিমানবন্দরে বিএনপির অন্তত ৫০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। কিন্তু এর মধ্যেই জাতীয় নেতাদের অপমান সহ্য করতে হলো। জামায়াত তাদের নেতাদের নিরাপদে প্রটোকল দিয়ে নিয়ে যেতে পারলেও বিএনপির ব্যর্থতা এক্ষেত্রে শতভাগ। বিএনপির মহাসচিবকে অপমান করা মানে গোটা দল এবং কোটি কোটি নেতাকর্মীদের অপমানের শামিল।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্র বিএনপির এক নেতা বলেন, আমরা সকাল থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিলাম। কিন্তু দলীয় সমন্বয়ের অভাবে আজকে এমন দুঃখজনক ঘটনা ঘটেছে।
নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বিমানবন্দরে ডিম নিক্ষেপ প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগেও করেছে, এর আগেও উপদেষ্টারা এসেছেন তাদের ওপর তারা এমন আক্রমণ করার চেষ্টা করেছেন। দেশেও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে আমরা থাকি। এটাতে আমরা ভয় ভাই না। বাংলাদেশেও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে থাকেন জানিয়ে এতে ভয় পান না বলে জানিয়েছেন তিনি। নিউইয়র্ক সময় সোমবার রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আখতার বলেন, আমরা মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ওপর সন্ত্রাস করতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ সাহসের সর্বোচ্চটুকু দিয়ে আগেও আওয়ামী লীগের বিরুদ্ধে জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেনি। সামনের দিনগুলোতেও আওয়ামী লীগকে প্রতিরোধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশে আওয়ামী লীগ তাদের সন্ত্রাসকে নিয়ে আর ফিরে আসতে পারবে না।

যুবলীগ নেতা মিজানুর আটক : এনসিপি নেতা আখতারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজানুর আটক এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করা যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে অনাকাক্সিক্ষত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিমানবন্দরে ডিম নিক্ষেপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা একটা অনাকাক্সিক্ষত ঘটনা। এ বিষয়টি আমাদের কনস্যুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে।

ব্যস্ত ছিলেন প্রধান উপদেষ্টা : প্রধান উপদেষ্টার সোমবার জাতিসংঘে সোশ্যাল বিজনেসের ওপর আইএমএফের মিটিং ছিল, সেখানে তিনি বক্তব্য রাখেন। এরপর তিনি আরেকটি ইভেন্টে অংশ নেন। প্রধান উপদেষ্টাকে এসডিজি অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। অ্যাওয়ার্ডটি তিনি ছাড়াও আরো দুইজন পেয়েছেন।

ম্যানহাটনের হোটেল হায়াত গ্র্যান্ড সেন্টারের সামনে বিক্ষোভ করেছে এনসিপি ও আওয়ামী লীগ। স্থানীয় সময় সোমবার রাতে তারা এ বিক্ষোভ করেন। এনসিপির সদস্যসচিবের উপর হামলার প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্র এনসিপির নেতাকর্মীরা এ বিক্ষোভ করে। আবার আওয়ামী লীগ ড. ইউনূসকে দেশের শত্রু আখ্যায়িত করে বিক্ষোভ করে। তবে বিক্ষোভে উপস্থিত ছিলেন ১৫ জনের মতো।

দিদারুলের পরিবারকে সম্মাননা : বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের অকাল মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় গত সোমবার রাতে নিউইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা। এ সময় দিদারুল ইসলামের প্রতি সম্মাননাস্বরূপ পরিবারের সদস্যদের হাতে একটি ক্রেস্ট তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় দিদারুল ইসলামের বাবা মোহাম্মদ আবদুর রব, মা মিনারা বেগম, দুই ছেলে আয়হান ইসলাম ও আজহান ইসলাম, ভাই কামরুল হাসান, ভাইয়ের ছেলে আদিয়ান হাসান, বোন নাদিমা বেগম ও চাচা আহমেদ জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions