শিরোনাম
খাগড়াছড়ি থমথমে,এলাকাজুড়ে আগুনের ক্ষত,তিনজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর ভারতের মদদে পাহাড়ে ইউপিডিএফের তাণ্ডব ইসলামী ব্যাংকের ৪৯৭১ কর্মী ওএসডি, পরে চাকরিচ্যুত ২০০ গাজায় যুদ্ধ বন্ধে সম্মত নেতানিয়াহু ট্রাম্পের ‘হামাসবিহীন গাজা’ প্রস্তাবে যুদ্ধ বন্ধে সম্মত ইসরাইল ৫ আগস্টই মুছে ফেলা হয় শেখ হাসিনার ১ হাজার কল রেকর্ড জুলাই অভ্যুত্থানে ৩ লাখ গুলি ছোড়ে পুলিশ, ঢাকায় ৯৫ হাজার রাউন্ড মাদাগাস্কারে জেন জি বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিলেন প্রেসিডেন্ট থমথমে খাগড়াছড়ি চলছে ১৪৪ ধারা,সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট গাজায় জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস সবকিছুই,বাদ যাচ্ছে না হাসপাতাল আশ্রয় কেন্দ্র

নিউ ইয়র্কের ঘটনায় দায় কার?

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সরকারের তরফে পূর্ব প্রস্তুতির কথা বলা হলেও নিউ ইয়র্কে হেনস্তার শিকার হতে হলো প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের। এ ঘটনায় প্রশ্ন দেখা দিয়েছে এ সফর নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি নিয়ে। নিউ ইয়র্ক কনস্যুলেটের ব্যর্থতার কারণে এ ঘটনা ঘটেছে দাবি করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। হামলা ও হেনস্তার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিউ ইয়র্কে হামলার ঘটনায় ক্ষুব্ধ সাধারণ প্রবাসীরাও। তারা বলছেন এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এমন ঘটনা এড়াতে সরকার যথেষ্ট ব্যবস্থা নেয়নি বলেও মনে করছেন তারা।
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আসা বাংলাদেশি কামাল বলেন, একটি দলের কর্মীদের মুখে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা বর্ণনা করার মতো নয়। এরা নিজের দেশকে অন্য দেশের মাটিতে হেয় করে ফেললেন। এতে বিদেশিদের কাছে বিব্রতকর অবস্থায় পড়তে হয় আমাদের। এই হামলা শুধু ব্যক্তির ওপর নয়, এটি বাংলাদেশের মর্যাদা, আমাদের গণতান্ত্রিক অঙ্গীকার এবং একটি নতুন পথচলার উপরও হামলা। এ ছাড়া বাংলাদেশ মিশনের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
নিউ ইয়র্ক সময় রোববার বিকাল তিনটার পর প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেন।
সরজমিন দেখা গেছে, জাতীয় ৫ নেতৃবৃন্দকে বিমানবন্দরে রেখে সরকারি প্রটোকল নিয়ে আগেই বের হয়ে যান প্রধান উপদেষ্টা। তার প্রস্থানের প্রায় ১ ঘণ্টা পর বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা কোনো প্রটোকল ছাড়াই বিমানবন্দর থেকে বের হন। তখনই ঘটে অপ্রত্যাশিত ও অপ্রীতিকর ঘটনা। শুরু হয় ডিম নিক্ষেপ ও গালিগালাজ।

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হয়ে গাড়ির দিকে যাওয়ার সময় এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগর এক নেতা। এসময় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিএনপি মহাসচিব, এনসিপি’র নেতৃবৃন্দকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। ডা. তাসনিম জারার সঙ্গে অশোভন আচরণ করে।

ডিম নিক্ষেপের সময়ে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আকতার হোসনের সামনে ছিলেন। গাড়ি চলতে শুরু করলে এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় শুয়ে তাদের গাড়ির গতিরোধ করার চেষ্টা করেন।
এর আগে তাদের আগমনের পক্ষে সকাল থেকেই ৪ নম্বর টার্মিনালের মুখে জড়ো হন জামায়াতের নেতাকর্মীরা। তবে এ সময় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন না। তখন তারা অবস্থান করছিলেন ৮ নম্বর টার্মিনালে। সেখানেই তারা শোডাউন করেন।

উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী জানান, মিস কমিউনিকেশনের কারণে এ ঘটনা ঘটেছে। অতিথিদের বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কিছু কর্মী সেখানে হাজির হয়ে উচ্চস্বরে স্লোগান দিতে শুরু করে। এ সময় মির্জা ফখরুল, আখতার হোসেন ও তাসনিম জারাকে উদ্দেশ্য করে ‘জয় বাংলা’, ‘রাজাকার’, ‘টের পাইছে’সহ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আওয়ামী লীগের কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান ডিম নিক্ষেপের এ ঘটনায় জড়িত ছিলেন। পরে তাকে আটক করে নিউ ইয়র্ক পুলিশ।

গ্রেপ্তারের তথ্যের সততা স্বীকার করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন মানবজমিনকে জানান, ব্যক্তিগত বিরোধের জেরে প্রতিপক্ষ তাকে গ্রেপ্তার করিয়েছে। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হতে পারে।

হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে আকতার হোসেন বলেন, আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পায়নি। অতএব, কারও ভাঙা ডিমে আমাদের কিছু যায়-আসে না।

হামলার বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এ ঘটনার মধ্য দিয়ে আবারো প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ জন্মগত এবং প্রকৃতিগতভাবে একটি সন্ত্রাসী সংগঠন। তারা যে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি ওপর হামলে পড়বে এটাতে আমরা আর অবাক হই না। এনসিপি’র সদস্য সচিব আরও বলেন, অন্তর্বর্তী সরকার এক বছরে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার যে প্রক্রিয়া শুরু করেছে সেটি খুব সামান্য অগ্রসর হয়েছে। আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, তারা বিদেশের বিভিন্ন জায়গায় এখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান রাখবো, আওয়ামী লীগের যেসব লোকজন দেশে এবং দেশের বাইরে হামলা করছে তাদের অতিদ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় নিয়ে আসবে। এদিকে হামলার পর এনসিপি’র নেতাকর্মীদের বিভিন্ন স্ল্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে স্লোগান দিয়ে বলেন, ‘ওয়ান টু থ্রি ফোর ফ্যাসিবাদ নো মোর, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, বিচার চাই বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই, গণহত্যার বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই’।

এ ঘটনায় সামাজিকমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন রাজনৈতিক কর্মী ও সাধারণ প্রবাসীরা। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলার সময় মির্জা ফখরুল, আখতার হোসেন ও তাসনিম জারা আলাদা হয়ে হাঁটছিলেন। এ সময় জামায়াত সমর্থিত প্রবাসীরা অনুরোধ করলেও তারা একত্রে চলেননি। ফলে সুযোগ পেয়ে আওয়ামী লীগের একদল কর্মী মির্জা ফখরুল ও আখতারকে হেনস্তা করে। অন্যদিকে, জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে চারপাশ ঘিরে ঘন নিরাপত্তা দিয়ে সুরক্ষিতভাবে গাড়িতে তুলে দেন জামায়াতের কর্মীরা।

ফেসবুকসহ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দাবি করা হচ্ছে, বিমানবন্দরে বিএনপি কিংবা এনসিপি’র তেমন কোনো কর্মী উপস্থিত ছিল না। বিপরীতে জামায়াতপন্থি কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং তারা দুই ভাগে বিভক্ত হয়ে একদল ডা. তাহের এবং অন্যদল মির্জা ফখরুলদের সহায়তা করছিলেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আগেই ঘোষণা দিয়েছিল, তারা ড. ইউনূসের নিউ ইয়র্ক আগমনের বিরোধিতা করবে এবং তার হোটেলের সামনেও প্রতিদিন বিক্ষোভ চালাবে। সেই অনুযায়ী তারা রোববারের ঘটনার পরও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়।

তাসনিম জারার স্ট্যাটাস: যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় পরাজিত শক্তির ভয় ও হতাশা দেখছেন দলের যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি কথা বলেন। তাসনিম জারা লিখেছেন, ‘আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে।

নিউ ইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা
বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তা দিদারুলের ইসলামের পরিবার সঙ্গে দেখা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। স্থানীয় সময় সোমবার ম্যানহাটনের একটি হোটেলে দিদারুলের পিতা আব্দুর রব এবং দুই ছেলেসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা এবং বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান উপদেষ্টা।
জামায়াত নেতা তাহেরের নিন্দা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ নিয়ে হতাশ বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মনে করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

সোমবার স্থানীয় সময় রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এটা আমি পরে জানতে পেরেছি। বিমানবন্দরে থাকা অবস্থায় আমি জানতাম না, কারণ সেখানে প্রচুর বাংলাদেশি আমাকে সংবর্ধনা দিয়েছে, স্লোগান দিয়েছে এবং স্বাগত জানিয়েছে। তিনি বলেন, এটি হতাশ বা উদ্বিগ্ন হাওয়ার মতো কোনো ঘটনা নয়। কারণ ১০ জন এসে একটা মেরে দিতে পারে। তবে বাংলাদেশের জন্য এটি খুবই লজ্জাজনক। এখানে যারা এটি করেছে তারাই অপমানিত হয়েছে। তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে।

ঘটনার প্রতিক্রিয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সোমবার রাতে সাংবাদিকদের বলেন, নিউ ইয়র্কের কনস্যুলার অফিস সঠিকভাবে বিষয়টি সমন্বয় করতে পারেননি। যার ফলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
এদিকে, দলের মহাসচিবকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারা বিএনপি’র ব্যর্থতা বলে দাবি করেন অনেক নেতাকর্মী। তারা বলছেন, বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতাকর্মীদেরও সমন্বয়ের অভাব ছিল। বিমানবন্দরে বিএনপি’র অন্তত ৫০০ নেতাকর্মী উপস্থিত থাকার পরও কেন এমনটা হলো তা খতিয়ে দেখার কথা বলছেন তারা।

প্রধান উপদেষ্টার ব্যস্ততম সময়: নিউ ইয়র্কে সোমবার জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে বেলজিয়ামের রানী ম্যাথিল্ড প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একই অনুষ্ঠানের সময় বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন।

এ ছাড়া, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাক্ষাৎ করেন।

ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: নিউইয়র্কে প্রধান উপদেষ্টা
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় সোমবার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে নিউ ইয়র্কে এক বৈঠকে এ কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে। দেশ সম্পূর্ণরূপে প্রস্তুত।’
সার্জিও গোর এ সময় প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উভয়পক্ষ বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে বিভ্রান্তিকর তথ্যের বিস্তারসহ বিস্তৃত দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা কক্সবাজারে বসবাসরত ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন কামনা করেন। জবাবে মার্কিন কর্মকর্তা বলেন, রোহিঙ্গাদের জন্য তাদের জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে।

অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার সার্ককে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা জোরদার করেছে। তিনি আসিয়ানে যোগদানের জন্য বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ঘনিষ্ঠ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারি। প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions