
রাঙ্গামাটি :- রাঙ্গামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযোগের ভিত্তিতে কাপ্তাই নতুন বাজারে অভিযান করছে ।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় নতুন বাজার নোয়াখালী ভাত ঘরে অভিযান পরিচালোনা করা হয়।
দোকানে খাওয়ার পানির ড্রামের মুখ খোলা, তার মধ্যে ময়লা এবং পচা-বাসি খাবার রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকার জরিমানা আদায় করা হয়।
জরিমানা আদায় করে রাঙ্গামাটি ভোক্তা অধিকারের সহকারী পরিচালক রানা দেব নাথ।
তিনি জানান, পর্যটকরা দোকানে খাবার খেতে এসে দেখে খাওয়ার পানিতে ময়লা এবং খাবার পঁচা-বাসি। এ অপরাধে জরিমানা করা হয়েছে। এসময় কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো ইলিয়াস অভিযানে প্রসিকিউটর উপস্থিত ছিলেন।