শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের স্প্রিলওয়ের দরজা ফের খুলে দেওয়া হলো রাঙ্গামাটির ঝুলন্ত সেতু এক মাস ধরে তিন ফুট পানির নিচে রাঙ্গামাটিতে চমক বিলেতি ধনেপাতার চাষ রাঙ্গামাটিতে ওভারহেড পানির ট্যাঙ্ক, ভূমিধসের ঝুঁকিতে ৬ পরিবার রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, মহালছড়ির দুই শতাধিক পরিবার পানিবন্দি বান্দরবানে প্রদীপ কান্তির উত্থান,এক দশকে দর্জি থেকে কোটিপতি বান্দরবানের ৭২ বেইলি সেতু ঝুঁকিতে, দুর্ঘটনার শঙ্কা বান্দরবানে জুমের ধান কাটা শুরু, পাহাড়ে লেগেছে সোনালি রং ডাকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির অবৈধ অভিবাসীদের ফেরত না নিলে সংশ্লিষ্ট দেশের ভিসা সুবিধা বাতিল করবে যুক্তরা‌জ্য

রাঙ্গামাটিতে ওভারহেড পানির ট্যাঙ্ক, ভূমিধসের ঝুঁকিতে ৬ পরিবার

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে নির্মিত হচ্ছে একটি বিশাল আয়তাকারের ওভারহেড পানির ট্যাঙ্ক। শহরের রাজবাড়ী এলাকার প্রতিবন্ধী বিদ্যালয়সংলগ্ন এলাকায় এটি নির্মাণ করছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। নির্মাণাধীন ট্যাঙ্কটির পানি ধারণক্ষমতা ৬ লাখ লিটার বলে জানিয়েছে বাস্তবায়নকারী সংস্থা।

এদিকে ওই পানির ট্যাঙ্কটি নির্মাণের ফলে তাদের ওপর ভূমিধসের ঝুঁকি তৈরি হচ্ছে বলে দাবি করেছেন নিচু এলাকায় বসবাসকারী ছয়টি পরিবারের লোকজন। এতে চরম জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। কোনোরকম স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াই ওই পানির ট্যাঙ্কটি নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ তাদের।

সরেজমিন দেখা যায়, ওই এলাকায় নির্মাণাধীন ওভারহেড পানির ট্যাঙ্কটি নির্মাণের জন্য পাহাড়ের ওপর থেকে মাটি কেটে জায়গাটি সমতল করা হচ্ছে। আর পাহাড় কাটার মাটি গড়িয়ে যাচ্ছে উত্তর পাশে নিচু ঢালে। তা ধরে রাখতে দেওয়া হয়েছে শুধু গাছের খুঁটি আর বালুর বস্তা। তার নিচুতে রয়েছে ছয়টি পরিবারের বাড়িঘর। ফলে যেকোনো মুহূর্তে তাদের বাড়িঘরের ওপর ভূমিধস হওয়ার শঙ্কায় পড়েছেন ওই সব পরিবারের মানুষ।

বাসিন্দারা জানান, সেখানে ওভারহেড পানির ট্যাঙ্ক নির্মাণের ফলে এলাকার আশপাশে মারাত্মক ভূমিধসের শঙ্কা তৈরি হচ্ছে। এ ধরনের দুর্ঘটনা ঘটলে এতে চাপা পড়বেন তারা। ফলে ঘটতে পারে প্রাণহানির ঘটনা।

এ পরিস্থিতি এড়ানোর জন্য তাদের নিরাপত্তায় আরসিসি গার্ডারওয়াল দিয়ে পানির ট্যাঙ্কটি নির্মাণের দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন দিয়েছেন বলে জানান শঙ্কিত পরিবারের সম্রাট সুর চাকমা, সোনাবী চাকমা, ভবতোষ চাকমা, দুলাল চন্দ্র তঞ্চগ্যা ও রিজু চাকমা।

এতে তারা বলেন, এলাকার জনগণের কল্যাণে রাঙ্গামাটিতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় পানি সরবরাহ কার্যক্রম পরিচালনা করছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। এর অংশে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের পেছনে একটি ওভারহেড পানির ট্যাঙ্ক নির্মাণ করছে। কিন্তু এতে দুই পাশে কোনোরকম আরসিসি গার্ডারওয়াল দেওয়া হচ্ছে না। কেবল গাছের খুঁটি ও বালুর বস্তা দিয়ে অস্থায়ী ধারক বেড়া দিয়ে বিশাল পানির ট্যাঙ্কটির নির্মাণ কাজ চলছে, যা খুবই ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক। তাছাড়া প্রকল্পটির জন্য সীমানা নির্ধারণ ছাড়াই কাজটি করা হচ্ছে। এতে বড় ধরনের ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে।

এ ব্যাপারে রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের সম্পাদক নুরুল আবচার বলেন, এ ধরনের অপরিকল্পিত নির্মাণ কাজ এলাকার মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। তাই স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতের জন্য দুই পাশে আরসিসি গার্ডারওয়াল নির্মাণ করেই পানির ট্যাঙ্কটি স্থাপন করতে হবে।

বিষয়টি নিয়ে জানতে যোগাযোগ করা হলে রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বলেন, এডিবির অর্থায়নে ওই ওভারহেড পানির ট্যাঙ্কটি নির্মাণ করা হচ্ছে। তবে এতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থার ডিজাইন রয়েছে। পাশে নিচের অংশে আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ করা হবে। নির্মাণাধীন ট্যাঙ্কটির পানির ধারণক্ষমতা হবে ৬ লাখ লিটার। কাজ কেবল শুরু হয়েছে। এর অনেক কাজ বাকি। এতে এলাকার কারও কোনো নিরাপত্তার সংকট থাকবে না।

এ ব্যাপারে বিস্তারিত যাচাইসাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. হাবিব উল্ল্যাহ মারুফ।যুগান্তর

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions