শিরোনাম
শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে পুলিশকে দুদকের চিঠি বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টে হাসিনাকে ৫০ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরে রাখার পরামর্শ দেন জাবেদ পাটোয়ারী : মামুন সমন্বয়কদের তুলে আনার প্রস্তাবটি ছিল ‘ডিজিএফআইয়ের’, বাস্তবায়নে ছিলেন ডিবির ‘হারুন’ সাবেক আইজিপি মামুনের সাক্ষ্য বান্দরবানে ৮ মাসের অন্তঃসত্ত্বাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ২ সুদানে ভয়াবহ ভূমিধসে নিশ্চিহ্ন পুরো গ্রাম, সহস্রাধিক মানুষের মৃত্যু রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিএনপির ক্ষুদ্র জাতিগোষ্ঠী উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ে আফগানিস্তান, নিহত বেড়ে ৫০০ স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটি থেকে বাদ রাজনৈতিক নেতারা রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম পাহাড়ে সড়ক উন্নয়ন ও শিক্ষার আলো ছড়াচ্ছে সেনাবাহিনী

শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে পুলিশকে দুদকের চিঠি

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে পুলিশ সদরদপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সংস্থাটির তদন্ত কর্মকর্তারা পুলিশ মহাপরিদর্শক বরাবর এই চিঠি পাঠিয়েছেন। বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
চিঠিতে বলা হয়েছে, মামলার তদন্তকালে জানা যায় যে এজাহারনামীয় আসামি শেখ হাসিনা বিদেশে অবস্থান করছেন। ন্যায়বিচারের স্বার্থে তার অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এমতাবস্থায় বিজ্ঞ আদালতের আদেশ, গ্রেপ্তারি পরোয়ানা, এজাহারের কপি, চার্জশিটের কপি এবং পূরণকৃত রেড নোটিস ফরম সংযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হল।

জয়ের বিষয়ে পাঠানো চিঠিতেও একই কথা বলা হয়েছে। চিঠিতে মা ও ছেলের নাম, এনআইডি নম্বর, বাবা ও মায়ের নাম, পাসপোর্ট নম্বর এবং ঠিকানাও দেয়া হয়েছে।
২০২৪ সালের ৫ই অগাস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তার ছেলে জয় আগে থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তাদের পরিবারের অন্যরাও দেশের বাইরে রয়েছেন।

তাদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত বছরের ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে দুদক। এরপর ১২ই জানুয়ারি প্লট বরাদ্দের ক্ষেত্রে ‘ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের’ অভিযোগে ছয়টি মামলা করা হয়। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ছাড়াও হাসিনার ছেলে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে এসব মামলায় আসামি করা হয়েছে।

এসব মামলায় দুদক অভিযোগ করেছে, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন। অযোগ্য হলেও তারা পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions