শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিএনপির ক্ষুদ্র জাতিগোষ্ঠী উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ে আফগানিস্তান, নিহত বেড়ে ৫০০ স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটি থেকে বাদ রাজনৈতিক নেতারা রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম পাহাড়ে সড়ক উন্নয়ন ও শিক্ষার আলো ছড়াচ্ছে সেনাবাহিনী চবি শিক্ষার্থীদের রক্তে ভিজলো জোবরা গ্রাম, আহত শতাধিক, ১৪৪ ধারা জারি ‘মুনিয়ার ঘটনায় তৌহিদ আফ্রিদি রেহাই পেয়েছে পিএম অফিসের জন্য’ আওয়ামী লীগের তিন কালের নয় কাহিনি ৪৮ বছরে বিএনপি, স্বস্তির সঙ্গে আছে শঙ্কাও বৈঠক শেষে বিএনপি ফুরফুরে, জামায়াত-এনসিপি হতাশ নির্বাচন ছাড়া বিকল্প নেই, অন্য কিছু ভাবা বিপজ্জনক: অধ্যাপক ইউনূস

৪৮ বছরে বিএনপি, স্বস্তির সঙ্গে আছে শঙ্কাও

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ দেখা হয়েছে

► দলসহ অন্যদের সঙ্গে আসন সমঝোতা ► সারা দেশে নেতা-কর্মীদের মধ্যে শৃঙ্খলা আনা

ডেস্ক রির্পোট:- প্রতিষ্ঠার ৪৮ বছরে এসে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতা-কর্মীরা অতীতের সব সময়ের চেয়ে স্বস্তিতে দিন কাটাচ্ছেন। আওয়ামী লীগের টানা চার মেয়াদে (সাড়ে ১৫ বছর) প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতেও বেগ পেতে হয়েছে দলটির। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর গতবারের মতো এবারও বাধাহীনভাবে দলটি আজ পালন করছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শুরু থেকে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। দলটির নেতা-কর্মীসহ জনসাধারণের মনোভাব আগামী দিনে জনরায় নিয়ে সরকার গঠনে বিএনপির বিকল্প অন্য কোনো দল নেই। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার ভোটের সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে, তখনো নির্বাচন নিয়ে সন্দেহ, সংশয় এবং অনেক প্রশ্ন উঠছে। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। কারণ সংস্কার প্রস্তাবের জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিসহ বিভিন্ন ইস্যুতে শর্ত দিয়ে জামায়াত, এনসিপি আর বিএনপি বিপরীত অবস্থান নিয়েছে। এমন প্রেক্ষাপটে নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোতে মতপার্থক্য, বিভক্তি বাড়ছে। বিএনপির সংশ্লিষ্টরা বলছেন, সুবর্ণ সুযোগের মধ্যেও শঙ্কা রয়েছে বিএনপির। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকারের কঠোর ও দৃঢ় অবস্থানের কারণে নেতা-কর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে, উৎফুল্ল মনোভাব তৈরি হয়েছে। তবে উ™ূ¢ত পরিস্থিতিতে দলের জন্য কিছু চ্যালেঞ্জও দেখা দিয়েছে, যা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে বিএনপির হাইকমান্ডকে। বিশেষ করে দলীয় ট্যাগ ব্যবহার করে কিছুসংখ্যক নেতা-কর্মী চাঁদাবাজিতে নেমেছেন; যা দলের জন্য অত্যন্ত অস্বস্তির কারণ। তা ছাড়া দলের বেশ কয়েকজন শীর্ষনেতার বেফাঁস মন্তব্যের কারণে সারা দেশে এ নিয়ে সমালোচনা হচ্ছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে।

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এই নির্বাচন সামনে রেখে বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখিও হচ্ছে দলটি। বিএনপির দায়িত্বশীলা বলছেন, ঘটনাপ্রবাহ দেখে খুব ভালো মনে হচ্ছে না। আবারও কী এক-এগারোর মতো ঘটনা ঘটতে যাচ্ছে কি না, বলা মুশকিল। তাঁরা বলছেন, বিএনপির সমমনা দলসহ অন্যান্য দলের আসন সমঝোতার প্রত্যাশা সামাল দেওয়া, সাংগঠনিক শৃঙ্খলা ফেরানো এবং সাম্প্রতিক সময়ে নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক সংকট মোকাবিলার কৌশল নির্ধারণ এগুলোই এখন বিএনপির চ্যালেঞ্জ। ফলে নির্বাচনের আলোচনা আসতেই জোটের শরিকদের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে চাপ বাড়ছে। শরিকদের অনেকেই তাদের প্রত্যাশার কথা জানাচ্ছে।

কর্মসূচি : বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতোমধ্যে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গতকাল ৩১ আগস্ট দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দলের সিনিয়র নেতাসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা অংশ নেন।

আজ ১ সেপ্টেম্বর সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ করা হবে। জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এতে অংশ নেবেন বিএনপির মহাসচিবসহ দলটির জাতীয় স্থায়ী কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও সর্বস্তরের নেতা-কর্মীরা। এদিন দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি হবে। ২ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে।বাংলাদেশপ্রতিদিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions