রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াতে কাজ করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড, পাহাড়ে সড়ক যোগাযোগ উন্নয়নের পাশাপাশি বিদ্যালয় প্রতিষ্ঠা করতেও কাজ করছে সেনাবাহিনী।
রবিবার সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি মাঝিপাড়া সীমান্ত এলাকায় সেনাবাহিনী প্রতিষ্ঠিত মিলনপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন, সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল আলম শামস (এনডিসি, পিএসসি)।
এসময় সেনাবাহিনীর ২০ ইসিবির অধিনায়কসহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি করে দ্বিগুণ করা সহ, শিক্ষার্থীদের জন্য সৌর প্যানেল ও ফ্যানের ব্যবস্থা, শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রি, শিক্ষা সামগ্রি বিতরণ করেন এবং বিদ্যালয়টি জাতীয়করণ করার লক্ষ্যে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।