শিরোনাম
রাঙ্গামাটিতে সাবেক রেড ক্রিসেন্ট কর্মকর্তা রাসেল রানাকে ফুলেল শুভেচ্ছায় রাঙ্গামাটির ভেদভেদী নতুনপাড়ার রাস্তা ও মসজিদের গার্ডওয়ালের কাজ ১৭ বছরেও হয়নি চরম দুর্ভোগে এলাকাবাসী উইন স্টার ক্লাবের নেতৃত্বে শাহিন -দিদার- সুমন হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা খাগড়াছড়িতে নৃশংস হত্যাকান্ড: নিজ ঘরে মা-মেয়ের গলা কেটে হত্যা বান্দরবানে ৫ বন্ধু মিলে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ, আটক-৩ ১৬ বছর পর হারানো ক্ষমতা ফিরে পাচ্ছে সশস্ত্র বাহিনী নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় ভয়াবহ হামলায় নিহত অন্তত ২৭ দিল্লিতে শেখ হাসিনার জন্য রাজনৈতিক কার্যালয় গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়াল, ১৯ হাজারই শিশু

খাগড়াছড়িতে নৃশংস হত্যাকান্ড: নিজ ঘরে মা-মেয়ের গলা কেটে হত্যা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫৬ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির রামগড় উপজেলায় নিজের বাড়িতে ঘুমন্ত অবস্থায় এক মা ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার গভীর রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগানটিলা এলাকায় এ মর্মান্তিক হত্যাকা- ঘটে। নিহতরা হলেন-আমেনা বেগম (৮০) ও তাঁর মেয়ে রাহেনা আক্তার (৪০)। নিহত রাহেনার স্বামী মোস্তফা প্রবাসে কর্মরত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা বাড়ির দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করলে রক্তাক্ত অবস্থায় মা-মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে রামগড় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয়দের তথ্যমতে, আমেনা বেগমের পাঁচ ছেলে ও দুই মেয়ে রয়েছে। জমিজমা নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার সময় বাড়িতে কেবল আমেনা ও তাঁর মেয়ে রাহেনা ছিলেন।

একজন প্রতিবেশী বলেন, সকালে দরজা খোলা দেখে প্রথমে কোনো অস্বাভাবিকতা মনে হয়নি। ভেতরে ঢুকে দেখি ঘরজুড়ে রক্ত আর লাশ পড়ে আছে। এমন দৃশ্য কখনো চোখে দেখিনি।

বাগানটিলা সমাজ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, নিহত আমেনা বেগমের দুই ছেলে বিদেশে থাকেন, অন্যরা আলাদা বসবাস করেন। বাড়িতে মা ও মেয়ে একসঙ্গে থাকতেন। বর্তমানে দাফনের ব্যবস্থা সমাজ কমিটি করছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকা- ঘটে থাকতে পারে। তবে অন্য কোনো কারণও থাকতে পারে। ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে এবং সিআইডিকে বিষয়টি জানানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ঘটনার পর রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মি.ওবাইন ও বিজিবির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ নৃশংস হত্যাকান্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি তুলেছেন এলাকাবাসী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions