রাঙ্গামাটি:- দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর গুণগত সমাজ এ স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জুবাইদা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক আহমদ ফরহাদ হোসেন এবং সহকারী পরিচালক মো. রাজু আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক ললিত সি চাকমা প্রমুখ।
রাঙ্গামাটি শহরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০ শিক্ষার্থী প্রতিযোগির অংশগ্রহণে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেছেন শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান।
ফাইনাল পর্বে মুখোমুখি হয় সেন্ট ট্রিজার স্কুল ও রাঙামাটি সরকার বালিকা উচ্চ বিদ্যালয়। তর্ক-বিতর্কে প্রাণোবন্ত অংশগ্রহণের মধ্যদিয়ে শ্রেষ্ঠ বক্তার স্বীকৃতি পায় সোনম দে।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী চেতনা জাগিয়ে তুললেই গড়ে উঠবে স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক সমাজ। এ ধরনের কার্যক্রমই হবে আগামী দিনের দুর্নীতিমুক্ত বাংলাদেশের ভিত্তি।