খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে ব্রিজের নিচ থেকে ঝোপের আড়ালে একটি কাগজের কার্টুন থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর একটার দিকে এ লাশ উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, খাগড়াছড়ি শাপলা চত্বর সংলগ্ন ব্রিজের পাশে বাঁশ ঝাড়ের ভিতরে একটি খালি কাগজের কার্টুনে একটি নবজাতক শিশুকে কে বা কারা মৃত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়ররা কাগজের কার্টুনের মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।