ডেস্ক রির্পোট:- “বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যে অবসান চাই” শ্লোগান নিয়ে ১৫ আগষ্ট-২০২৫ ইংরেজি তারিখ শুক্রবার রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার বারগুনিয়া নালন্দা বুদ্ধ বিহার প্রাঙ্গনে বেলা ১১টায় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন এর কাপ্তাই উপজেলা কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভা শেষে সর্বসম্মতি ক্রমে ১৭ সদস্য বিশিষ্ট কাপ্তাই উপজেলা কমিটি গঠন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন এর কাপ্তাই উপজেলা কমিটি : সভাপতি সমর বড়ুয়া, সহ সভাপতি রতন বড়ুয়া, সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া, যুগ্ম সম্পাদক পলাশ শেখর বড়ুয়া, রুবেল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সুজন বড়ুয়া, অর্থ সম্পাদক রাজু কান্তি বড়ুয়া, যুব বিষয়ক সম্পাদক অসিম বড়ুয়া, ক্রীড়া বিষযক সম্পাদক কাজল বড়ুয়া (ছোটন), মহিলা বিষয়ক সম্পাদক সীমা বড়ুয়া (রাজু), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজিব বড়ুয়া, নির্বাহী সদস্য প্রনয় বড়ুয়া,জয় বড়ুয়া, পলাশ বড়ুয়া (সেন্টু), জনি বড়ুয়া (দুর্জয়) ও হৃদয় বড়ুয়া ।
এসসময় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্যামল চৌধুরী, রাঙামাটি জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার বুলবুল চৌধুরী, সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, রাঙামাটি পৌর কমিটির সাধারন সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া নিখিল, কাউখালি উপজেলা কমিটির সভাপতি জিনপদ বড়ুয়া, সাধারণ সম্পাদক জুয়েল বড়ুয়া ও নির্বাহী সদস্য সাধন চন্দ্র বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
উক্ত পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৭ সদস্য বিশিষ্ট কাপ্তাই উপজেলা কমিটি ০৩ বছরের জন্য গঠন করা হয়।