শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি’র ১৩তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত: অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রহসনমূলক বিচারে মাইকেল চাকমাকে দণ্ডাদেশ প্রদান নিষ্ঠুর পরিহাস, মেনে নেয়া যায় না : ইউপিডিএফ কঠিন চীবর দানোৎসবের মাধ্যমে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে: পার্বত্য উপদেষ্টা ২৫ বছরের দণ্ডে দণ্ডিত ইউপিডিএফ সশস্ত্র কমান্ডার মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় শাসন বাতিল করে রাষ্ট্রীয় প্রশাসন বাস্তবায়নের দাবি সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উদযাপন রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নৌকা ডুবি, সেনাবাহিনীর তৎপরতায় সকল যাত্রী নিরাপদে উদ্ধার সাত রুটে অস্ত্র ঢুকছে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ও তিন পার্বত্য জেলার সন্ত্রাসীদের আস্তানায় রাঙ্গামাটির কাপ্তাই বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৪ রাঙ্গামাটিতে কঠিন চীবর দান উপলক্ষে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার, প্রথম সপ্তাহে রাজস্ব কোটি টাকা ছাড়িয়েছে

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩৪৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হয়েছে মাত্র এক সপ্তাহ আগে। এরই মধ্যে বড়–ছোট মিলিয়ে মোট ৫৯৫ মেট্রিক টন মাছ আহরণ করা হয়েছে। এসব মাছ থেকে এক কোটি ৩৩ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে বলে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটি জেলা কার্যালয় থেকে জানা গেছে।

চলতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছের প্রজনন বৃদ্ধি করতে মাছ শিকার, বিপণন, পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা প্রশাসন। পাশাপাশি চলতি বছরের ১২ মে থেকে হ্রদে ৫৬ মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞাকালীন মৎস্য আহরণের ওপর নির্ভরশীল প্রায় ২৭ হাজার জেলেকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হয়েছিল। তবে মৎস্য করপোরেশন এবং ব্যবসায়ীদের প্রস্তুতির জন্য আরও দু’দিন বাড়িয়ে অর্থাৎ ৩ আগস্ট হ্রদে মৎস্য আহরণ উন্মুক্ত ঘোষণা করে রাঙ্গামাটি জেলা প্রশাসন। গেল ২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে ২৫ সালের ৩০ এপ্রিল হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন আগ মুহূর্ত পর্যন্ত আট মাসে শুল্ক বাবদ রাজস্ব আদায় হয়েছিল ১৮ কোটি ৬০ লাখ টাকারও বেশি। যা গেল অর্থবছরের চেয়ে তিন কোটি ৬০ লাখ টাকা বেশি।

কাপ্তাই পানিবিদ্যুৎ প্রকল্পের হাত ধরে ১৯৬০ সালে মনুষ্য সৃষ্ট কৃত্রিম হ্রদের সৃষ্টি হলেও মিঠা পানির এ হ্রদ মৎস্য উৎপাদন ও সরকারের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ৭২৫ বর্গ কিলোমিটার আয়তনের কাপ্তাই হ্রদে বছরে প্রায় ২০ হাজার মেট্রিক টন মাছের উৎপাদন হয়ে থাকে। যার বাজার মূল্য প্রায় চার হাজার কোটি টাকা। তবে বাণিজ্যিক যাত্রায় এই মাছের কেবল অর্ধেক থেকেই রাজস্ব পায় সরকার। বাকিটা ব্যয় হয় স্থানীয় চাহিদা পূরণে। যেখানে ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত গেল পাঁচ অর্থবছরে ৩৫ হাজার সাত মেট্রিক টন মাছ থেকে শুল্ক আদায় হয়েছে ৬৪ কোটি ৭০ লাখ টাকা।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙ্গামাটি জেলা কার্যালয় থেকে জানা গেছে, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে ২৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত আট মাসে নয় হাজার মেট্রিক টন মাছ থেকে শুল্ক বাবদ রাজস্ব আদায় হয়েছে ১৮ কোটি ৬০ লাখ টাকারও বেশি। যেখানে গত অর্থবছরে সাড়ে সাত হাজার মেট্রিক টন মাছ থেকে শুল্ক বাবদ রাজস্ব আদায় হয়েছে সাড়ে ১৫ কোটি টাকা। এবার তার চেয়ে তিন কোটি ৬০ লাখ টাকা বেশি রাজস্ব আয় এসেছে। এই মৌসুমে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সাড়ে ১৬ কোটি টাকা। কাপ্তাই হ্রদে মাছের শুল্ক বাবদ রাজস্ব আদায়ে এটি রেকর্ড।

কাপ্তাই হ্রদে মৎস্য ব্যবসায়ী মো. বুলবুল হোসেন বলেন, হ্রদে রুই, কাতল, মৃগেল, আইড়, বোয়ালসহ ৩০ থেকে ৩৫ প্রজাতির মাছ ধরা পড়লেও এর ৯০ থেকে ৯৫ ভাগই চাপিলা আর কেচকি। মিঠাপানির মাছ এবং সুস্বাদু হওয়ায় ভোক্তা পর্যায়ে এই মাছের চাহিদাও বেশি। কাপ্তাই হ্রদের মৎস্য ব্যবসায়ীদের ম্যানেজার মো. জাহিদুল ইসলাম বলেন, হ্রদে পানি বেশি এবং ঘোলা থাকায় বড় মাছ কম ধরা পড়ছে। ছোট মাছ পাওয়া যাচ্ছে বেশি।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙ্গামাটি শাখার ব্যবস্থাপক কমান্ডার (নৌবাহিনী) মো. ফয়েজ আল করিম বলেন, গেল বছরে বিএএফডিসির ইতিহাসে রেকর্ড পরিমাণ মাছ ধরা হয়েছে এবং রাজস্ব আদায় হয়েছে। নয় হাজার মেট্রিক টন মাছ থেকে শুল্ক বাবদ রাজস্ব আদায় হয়েছে ১৮ কোটি ৬০ লাখ টাকারও বেশি। এ বছরে মাছ ধরার প্রথম সপ্তাহে হ্রদ থেকে ৫৯৫ মেট্রিক টন মাছ ধরা হয়েছে। এসব মাছ থেকে এক কোটি ৩৩ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। কমান্ডার আরও বলেন, যেহেতু আবহাওয়া খারাপ তাই ছোট মাছ পাওয়া গেলেও বড় মাছ আশানুরূপ পাওয়া যাচ্ছে না। পানি কমে গেলে বড় মাছগুলো পাওয়া যাবে।খবর বাংলানিউজ

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions