শিরোনাম
আদিবাসী অ-আদিবাসী নিয়ে সুচিন্তিতভাবে শয়তানি করা হচ্ছে : তারেক রহমান মারমা সম্প্রদায়কে বাদ দিয়ে বিশেষ গোষ্ঠী সুবিধা নিচ্ছে,মারমা ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটি গঠন রাঙ্গামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত রাঙ্গামাটির দুই মোবাইল দোকান থেকে ৯০টি ফোন চুরি রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ৬ হাজার পরিবার পানিবন্দি,চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ লেবাননে যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, নিহত ২৪৫ পার্বত্য অঞ্চল-ভারত-মিয়ানমারের একটি অঞ্চল নিয়ে বৈশ্বিক শক্তির পরিকল্পনা আছে: সালাহউদ্দিন রাঙ্গামাটির কাউখালীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত ভয়ানক ১৪০৫ অস্ত্র দুর্বৃত্তদের হাতে,লুট হওয়া অস্ত্রের ৭৬ শতাংশ উদ্ধার ২৪ ঘণ্টায় চার জেলায় ৫ হত্যাকাণ্ড, ৬ মাসে সারা দেশে ১৯৪১ খুন

রাঙ্গামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১১৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। তাদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’ প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন তাদের অধিকার আদায়ের আন্দোলনে সমিল হয়।
আজ সকালে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিটির আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটির প্রাক্তন সংসদ সদস্য ঊষাতন তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান। আদিবাসী দিবসের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক ও লেখক গবেষক শিশির চাকমা।
আলোচনা সভার পর রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি রাঙ্গামাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলের মানুষ আজো নিপিড়িণ নির্যাতনের মধ্যে দিয়ে আছে। তারুন্যের জয়গানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ রচিত হলেও পাহাড়ের আদিবাসীরা এখনো শোষণ বঞ্চনা ও লাঞ্ছনার শিকার হচ্ছে।
তিনি বলেন, তরুন প্রজন্মের হাত ধরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি তা কতটুকু রক্ষা করতে পারছি। তিনি বলেন, আমেরিকা রাশিয়া এরা এখন পরাশক্তি। এদের এখন দৃষ্টি পড়েছে বাংলাদেশের বঙ্গোপসাগরে, মায়ানমারে দৃষ্টি পরেছে। তাইতো আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। প্রধান উপদেষ্ঠা সিইসিকে চিঠি লিখেছেন ফেব্রুয়ারীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু চিঠি লিখলেও মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে আদৌ নির্বাচন হবে কিনা। কেন না আমেরিকা কি চায় সেটার উপর নির্ভর করছে। তবে ভারতেরও তো খেয়াল ও ইচ্ছা রযেছে। তারাও ভিতরে ভিতরে পরাশক্তি। তাদের উপর এখন আমাদের ভাগ্য নির্ভর করছে। পুরো বাংলাদেশ এখন খেলার পুতুল হিসেবে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি জাতিসংঘ ঘোষিত আদিবাসী বিষয়ক ঘোষণাপত্রে স্বাক্ষর আহ্বান জানান। বর্তমান সময়ের মধ্যে বাংলাদেশের আদিবাসীরা যদি তাদের অধিকার সহ আদিবাসী স্বীকৃতি না পায় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি দেয়া হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions