রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফ এর আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময়। একে ৪৭ ও রাইফেলসহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার। ২৯ জুলাই ভোর ৫ টা বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের মাচালং নরেন্দ্র কারবারি পাড়ায় সেনাবাহিনী ও ইউপিডিএফ এর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় তল্লাশি চালিয়ে, একটি একে-৪৭ রাইফেল, ৩ টি রাইফেল, ১ টি এলজি, শতাধিক গোলাবারুদ, বেশকয়েকটি ওয়াকিটকি, স্পাই ক্যামেরা সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এই তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, রাঙ্গামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। অভিযান এখনো চললাম। একে-৪৭সহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
তবে অস্ত্র উদ্ধারের বিষয়ে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমার সাথে যোগাযোগ করা হলে তিনি অস্ত্র উদ্ধারের ঘটনাটি অস্বীকার করেছেন।