শিরোনাম
চাঁদা না পেয়ে ১০ দোকানে তালা, জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৪ ‘জুলাই হত্যাকাণ্ডে জড়িতরা কীভাবে দেশ ছেড়ে পালালো, সেটিও বিচারের দাবি রাখে’ খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ আটক ১ রাঙ্গামাটিতে ইউপিডিএফ এর আস্তানায় সেনাবাহিনীর অভিযান একে ৪৭ ও রাইফেলসহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার রাঙ্গামাটির কাপ্তাই নৌবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা চবি শিক্ষার্থী খাগড়াছড়ির সানু,সামাজিক কাজে জাতীয় স্বীকৃতি পেলেন জুলাই সনদের খসড়া প্রকাশ,রাজনৈতিক দলগুলোর মতামত চেয়ে চিঠি প্রাথমিকের ৬৫,৫০২ প্রধান শিক্ষক ১০ম গ্রেড পাচ্ছেন, প্রজ্ঞাপন জারি আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি মাইলস্টোনের রাঙ্গামাটির শিক্ষার্থী উক্য ছাইন মারমার শ্মশানে বিমান বাহিনীর শ্রদ্ধা

চবি শিক্ষার্থী খাগড়াছড়ির সানু,সামাজিক কাজে জাতীয় স্বীকৃতি পেলেন

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- জেসিআই বাংলাদেশ উইমেন অব ইন্সপাইরেসন অ্যাওয়ার্ড-২০২৫ এর ‘আনসাং উইমেন’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী খাগড়াছড়ির সানু আক্তার নদী।

রবিবার (২৭ জুলাই) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষা ও নারীর ক্ষমতায়নের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার প্রদান করে তরুণদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ।

সানু আক্তার নদী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের শালবন গ্রামে।

জেসিআই বাংলাদেশের তথ্য অনুযায়ী, ‘আনসাং উইমেন’ ক্যাটাগরি তাদের জন্য, যারা প্রচারের আলোয় নয়, বরং সমাজের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। চবি থেকে প্রতিনিধিত্ব করা সানু আক্তার নদী তারই একটি উজ্জ্বল উদাহরণ। এ বছর এ ক্যাটাগরিতে সারাদেশ থেকে নির্বাচিত তিনজন নারী নেতাদের মধ্যে সানু অন্যতম।

অনুভূতি জানিয়ে সানু আক্তার নদী বলেন, “জেসিআই বাংলাদেশে পুরস্কারপ্রাপ্তদের মাঝে আমিই একমাত্র ছাত্রী ছিলাম, যে সমাজে বিশেষ করে শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অবদান রাখার জন্য ‘আনসাং উইমেন’ বিভাগে চবির প্রতিনিধিত্ব করে গর্বের সঙ্গে পুরস্কৃত হয়েছি। এটা আমার প্রথম জাতীয় পুরস্কার, যা এখনো আমার কাছে স্বপ্নের মতো মনে হয়।”

তিনি বলেন, “এই স্বীকৃতি কেবল একটি পুরস্কারের চেয়েও বেশি কিছু। এটি খাগড়াছড়ির সবচেয়ে দুর্গম পাহাড় থেকেও স্বপ্ন দেখার সাহস পেলে কী সম্ভব, তার প্রতীক।”

তিনি আরো বলেন, “আমি এই পুরস্কারটি সেই সব মেয়েদের উৎসর্গ করছি, যারা নীরবে লড়াই করে, প্রতিকূলতাকে উপেক্ষা করে এবং প্রমাণ করে। তুমি কোথা থেকে এসেছো তা নির্ধারণ করে না, বরং তুমি কতদূর যেতে পারো তা জানিয়ে দেয়।”

তার অবদানের ভূয়সী প্রশংসা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আনোয়ার হোসেন বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী জাতীয় পর্যায়ে পুরস্কার বয়ে এনেছেন, এটি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের। পাহাড়ের গহীন থেকে উঠে আসা এই ছাত্রী দেখিয়েছে- চাইলে যে কোনো জায়গা থেকে দেশের জন্য প্রতিনিধিত্ব করা যায়।”

তিনি বলেন, “দেশ ও সমাজের জন্য নীরবে কাজ করে তার এ অসামান্য অবদানে তাকে উষ্ণ অভিনন্দন। ভবিষ্যতে তার এ প্রচেষ্টা আরো বেগবান হোক।”

সানু আক্তার নদীর সবচেয়ে বড় অবদান শিশু শিক্ষার ক্ষেত্রে। তিনি ‘এক টাকায় শিক্ষা’ প্লাটফর্মের মাধ্যমে অবহেলিত শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি পাঠ্যপুস্তক, খাতা-কলম ও অন্যান্য উপকরণ সংগ্রহ করে বিতরণ করেন।

এছাড়া তিনি একজন তরুণ উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন। অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি করছেন। ফলে নারী ক্ষমতায়ন ও তরুণ নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন তিনি।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল-জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সীদের একটি সংগঠন। ১৯১৫ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। জেসিআইয়ের ১২০টির বেশি দেশে কার্যক্রম রয়েছে। সারা বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআইর ৪৪টি লোকাল চ্যাপ্টার কাজ করছে। তরুণদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এ সংগঠন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions