রাঙ্গামাটি:- কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞার মেয়াদ দুইদিন বাড়ানো হয়েছে। এতে করে আগামী ২ আগস্ট রাত ১২টা পর্যন্ত মাছ ধরা বন্ধ থাকবে কাপ্তাই হ্রদে। এরপর ফের হ্রদে মাছ শিকার শুরু হবে। গতকাল সোমবার দুপুর ১২টায় রাঙ্গামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় রাঙ্গামাটির জেলাপ্রশাসক এবং কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক জোবাইদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আজহারুল ইসলাম মুকুল, সদর ইউএনও রিফাত আসমা, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ, কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণনকেন্দ্রের উপ–ব্যবস্থাপক মাসুদ আলম, রাঙ্গামাটি জেলা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মাহফুজসহ অন্যান্য মৎস্য ব্যবসায়ী ও খাতসংশ্লিষ্টরা।
কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণনকেন্দ্রের উপ–ব্যবস্থাপক মাসুদ আলম বলেন, ১ আগস্ট থেকে মৎস্য আহরণ ও রাজস্ব আদায়ে বিএফডিসির শ্রমিকসহ যথাযথ সকল প্রস্তুতি নেই। তাই যথাযথ প্রস্তুতির জন্য দুই দিন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত, হ্রদে অবমুক্ত করা পোনার সুষম বৃদ্ধির জন্য প্রতিবছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস দক্ষিণ–পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ জলাশয় কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা দেয় রাঙ্গামাটি জেলা প্রশাসন। মাছ ধরা বন্ধের সময় রাঙ্গামাটির আট উপজেলা ও খাগড়াছড়ির দুই উপজেলার হ্রদনির্ভর প্রায় ২৭ হাজার জেলে পরিবারকে ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২০ কেজি করে খাদ্যশস্য (চাল) সহায়তা দেয় সরকার।