খাগড়াছড়ি:- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘পাহাড়ে বসবাসকারী পাহাড়ি বা বাঙালি প্রত্যেক জনগোষ্ঠীই বঞ্চিত। এখানে সবার উন্নয়নের জন্য পাহাড়ি-বাঙালি, ধর্ম-বর্ণ-নির্বিশেষে ঐক্য-সম্প্রীতির বিকল্প নেই। বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় নিরাপত্তার স্বার্থে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রয়োজন।’
সোমবার (২১ জুলাই) খাগড়াছড়িতে পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘একটি রাষ্ট্র যত বেশি বৈচিত্র্যকে ধারণ করতে পারে, তার ওপরই রাষ্ট্রের মর্যাদা ঠিক হয়। ৭২-এর সংবিধানে সেটিকে অস্বীকার করা হয়েছে। এসব জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি সেই সংবিধানে নিশ্চিত করা হয়নি। সেখানে জাতির সঙ্গে জাতির বিদ্বেষ, ধর্মের সঙ্গে ধর্মের পার্থক্য, সেক্যুলারিজমের সঙ্গে ইসলামের বিভেদ, এমন নানা রকম বিভেদ জিইয়ে রাখা হয়েছে।
সমাবেশে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত খাগড়াছড়ি গড়ে তুলতে এনসিপির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, সংখ্যায় যে যত বেশি কিংবা কমই হোক, নীতিনির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্রকে সব জাতিগোষ্ঠীর স্বার্থ বিবেচনায় রাখতে হবে।