বান্দরবান:- বান্দরবানে রাতের আধারে বিএনপির শহীদ জিয়া স্মৃতি সংসদ অফিস ভাঙচুর ও ককটেল বিষ্ফোরণের ঘটনায় আওয়ামীলীগের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে শহরের শেরেবাংলা নগর এলাকার বাসিন্দা আবুল কালাম নামে এক ব্যক্তি বাদী হয়ে বান্দরবান সদর থানায় এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই রবিবার গভীর রাতে জেলা শহরের আর্মি পাড়া এলাকার শহীদ জিয়া স্মৃতি সংসদ অফিসে ভাংচুর চালাই। এসময় অফিসের দরজা, টেবিল ও চেয়ার ভাঙ্গার পাশাপাশি অফিসের সাইন বোর্ড, দলের শীর্ষ নেতাদের ছবিও ভাঙচুর করা হয় এবং ছবি মেঝেতে ফেলে দিয়ে পালিয়ে যায় আওয়ামীলীগের সন্ত্রাসীরা।
এজাহারে আরো উল্লেখ করা হয়, শহীদ জিয়া স্মৃতি সংসদের এই অফিসটি দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের কিছু ব্যক্তি দখল করার চেষ্টা করছিল। অফিসটি দখল করার জন্যই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা।
মামলার আসামীরা হলেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সহসভাপতি একেএম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল হাসান ভূইয়া, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদ চৌধুরী, বীর বাহাদুর কল্যাণ ট্রাষ্টের
সভাপতি আনিছুর রহমান সুজন, সাবেক যুবলীগ নেতা শিবু চৌধুরী, জেলা যুবলীগের সাবেক সভাপতি জামাল চৌধুরী, ওয়ার্ড আ’লীগের নেতা বিমল কান্তি দাশসহ রুবেল চৌধুরী, রাজু বড়–য়া, মনির চৌধুরী, খলিলুর রহমান, রানা চৌধুরী, মহি উদ্দিন, নাছির উদ্দিন, নুর মোহাম্মদ কালু, সোহেল ভান্ডারী ও অজ্ঞাতনামা আরো অনেকে।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম পারভেজ বলেন, বান্দরবানের আর্মি পাড়া এলাকায় বিএনপির অফিস ভাংচুরের ঘটনায় ১৮ জনকে আসামী করে আবুল কালাম নামে এক ব্যক্তি বাদী হয়ে ১৮ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আসামীগের গ্রেফতারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।