শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’র আত্মপ্রকাশ,প্রেসিডেন্ট ফরিদ আলম, সেক্রেটারি এস এম সোলায়মান খাগড়াছড়িতে আ.লীগ নেতা আটক সাইবার যুদ্ধের জন্য বিএনপি নেতাকর্মীদের প্রস্তুুত হওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাঙ্গামাটিতে খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,গুদামে সেনা অভিযান বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু রাঙ্গামাটিতে সোহাগ হত্যার বিচারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ নির্বাচন পিছিয়ে যাওয়ার ফলে দেশজুড়ে নৈরাজ্য : দীপেন দেওয়ান কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে ৫টি ইউনিট সচল,উৎপাদন হচ্ছে ২১২ মেগাওয়াট পাহাড়ি গিরিপথে কেন ঝরছে প্রাণ,ঝুঁকিপূর্ণ ঝর্ণায় প্রবেশে বিধিনিষেধ বাস্তবায়ন প্রয়োজন খাগড়াছড়িতে নানা বাড়িতে বেড়াতে এসে নদীতে নিখোঁজ শিশু

নিউইয়র্কে বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’র আত্মপ্রকাশ,প্রেসিডেন্ট ফরিদ আলম, সেক্রেটারি এস এম সোলায়মান

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আমেরিকায় কর্মরত বাংলাদেশি টেলিভিশন সাংবাদিকদের নিয়ে ‘বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’ আত্মপ্রকাশ করেছে। এনটিভির আমেরিকা ব্যুরো প্রধান ফরিদ আলমকে সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের আমেরিকা প্রতিনিধি এস এম সোলায়মানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।
গত ১১ জুলাই সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মুনলাইট কাবাবের পার্টি হলে অনুষ্ঠিত সভায় বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’র কমিটি ঘোষণা করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম। ঢাকায় বিভিন্ন টেলিভিশনে কাজ করেছেন এবং বর্তমানে আমেরিকায় বসবাস করছেন মূলত তাদের নিয়েই এই সংগঠন গড়ে তোলা হয়েছে।

১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে এনটিভির সাবেক সিনিয়র নিউজ প্রেজেন্টার শামছুন্নাহার নিম্মি (সহ-সভাপতি), বাংলাভিশনের সাবেক রিপোর্টার জাহিদা আলম (সহ-সাধারণ সম্পাদক), নিউজ টুয়েন্টি ফোরের আমেরিকা প্রতিনিধি আরিফুর রহমান (সাংগঠনিক সম্পাদক) এখন টিভির আমেরিকা প্রতিনিধি এম এ আহাদ (অর্থ সম্পাদক) হিসেবে রয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, যথাক্রমে সোহেল মাহমুদ (প্রবাসী টিভি/আরটিভি), ইলিয়াছ হোসাইন (১৫ মিনিটস/ ইটিভি), সৌরভ ইমাম (আইবিটিভি), আরিফুজ্জামান আরিফ (চ্যানেল ওয়ান), আহসান পলাশ (নবযুগ টিভি/এনটিভি ) ।

এছাড়া ৩ জন সিনিয়র সাংবাদিককে উপদেষ্টা করা হয়েছে। তারা হলেন– বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সংবাদ বিশ্লেষক ড. কনক সরওয়ার, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম এবং আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি ও সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর।

নতুন এই সংগঠনের লক্ষ্য ও আগামীর পথচলা নিয়ে বক্তব্য রাখেন সভাপতি ফরিদ আলম, উপদেষ্টা মনোয়ারুল ইসলাম, শাহাব উদ্দিন সাগর, সহ–সভাপতি শামছুন নাহার নিম্মি, সাধারণ সম্পাদক এস এম সোলায়মান, সহ-সাধারণ সম্পাদক জাহিদা আলম, আরিফুর রহমান, সৌরভ ইমামসহ উপস্থিত সাংবাদিক নেতারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদ আলম। শিগগিরই অভিষেক অনুষ্ঠানের বিষয়েও আলোচনা হয় সভায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions