রাঙ্গামাটি:- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান বলেছেন, নির্বাচন পিছিয়ে যাওয়ার ফলে দেশজুড়ে নৈরাজ্য ও আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। গতকাল ঢাকা ও খুলনায় দুটি খুনের ঘটনা ঘটেছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। শনিবার (১২ জুলাই) শহরের সমাঘাট ও বনরূপা এলাকায় বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি শেষে এসব কথা বলেন তিনি।
দীপেন দেওয়ান বলেন, আমরা বিশ্বাস করি, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। সাধারণ মানুষ ভোট দেয়ার জন্য উদগ্রীব। তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের কাজ এগিয়ে যাবে।
এ সময় রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন, তা বাংলা আপামর জনগণের মুক্তির সনদ। বাংলাদেশের প্রেক্ষাপটে রাঙামাটি যে লিফলেট বিতরণ করা হচ্ছে, তাতে আগামী বিএনপির গণজোয়ার সৃষ্টি হবে। এই গণজোয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির উপদেষ্টা রফিক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর ইসলাম মিন্টু, জেলা বিএনপির কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, রাঙ্গামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুল হক, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুররুজ্জামান প্রমুখ।