রাঙ্গামাটিতে চাকুরিপ্রার্থী শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগ! কসমস হোটেল মালিক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৬৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- চাকুরির প্রলোভন দেখিয়ে চাকুরী প্রার্থী কিশোরীকে যৌন হয়রানীর অভিযোগে রাঙামাটি শহরের কসমস হোটেল ও মায়ের দোয়া নার্সারীর মালিক সালাউদ্দিনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। সংশ্লিষ্ট্য চাকুরি প্রার্থী ১৯ বছর বয়সী কলেজ শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার দিবাগত মধ্যরাতে তাকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

সূত্রে জানাগেছে, মে মাসের ২৫ তারিখে কসমস হোটেল ও রেষ্টুরেন্ট এর স্বত্তাধিকারী সালাউদ্দিনের অনুরোধে এক বন্ধুর মাধ্যমে উক্ত রেষ্টুরেন্টে যায় ভিকটিম চাকুরিপ্রার্থী নারী ও আরেক পুরুষ সহযোগি। তারা উভয়েই সালাউদ্দিনের কাছে নিজেদের সিভি দিয়ে চাকুরিতে যোগদানের অনুমতি পায়। সেসময় দুয়েকদিন তাদের কাজ দেখে বেতন নির্ধারণ করার কথা জানায় সালাউদ্দিন।

রেষ্টুরেন্টে ওয়েটারের চাকুরিতে যোগদানের দিনই সালাউদ্দিন উক্ত ভিকটিম মেয়েটিকে নানান ধরনের অশ্লীল অঙ্গিভঙ্গি করে মেয়েটির সাথে যৌন আরচন করেছে। পরবর্তীতে সালাউদ্দিন মেয়েটিকে মাসে মাত্র ৫ হাজার টাকা বেতন দেওয়ার কথা বললে মেয়েটি পরেরদিন থেকে চাকুরি করবে না বলে জানিয়ে দেয়। একদিন পরেই সালাউদ্দিন মেয়েটিকে ফোন করলে মেয়েটি বেতন কমের কারনে চাকুরি করবেনা বলে সালাউদ্দিনকে জানিয়ে দেয়।

এসময় সালাউদ্দিন মেয়েটিকে তাকে ভালোবাসার আহবান জানিয়ে বলে, আমাকে সন্তুষ্ট করতে পারলে মাসে আরো ৫ হাজার টাকা বেশি পাবা। প্রতিমাসেই আমি সেই টাকাটা তোমাকে দিয়ে দিবো। এসময় কুপ্রস্তাব পাওয়ায় মেয়েটি সাথে সাথেই সালাউদ্দিনকে জানিয়ে দেয় এটা সম্ভব না। এটা গুনাহের কাজ। এতে সালাউদ্দিন মেয়েটিকে আরো মোটিভেশন করার চেষ্ঠা করলে মেয়েটি সালাউদ্দিনের সকল কথাবার্তা মুঠোফোনে রেকর্ড করে নেয়। এরপর ভিকটিম বিষয়টি তার বন্ধুদের জানালে তারা সালাউদ্দিনের সাথে যোগাযোগ করে বিষয়টির জন্য ক্ষমা চেয়ে বিষয়টির শেষ টানতে বললে সালাউদ্দিন তাদেরকে হুমকি দিতে থাকে এক পর্যায়ে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েও নাপেরে অবশেষে ভিকটিমের বন্ধুদের বিরুদ্ধে প্রয়োজনে ২০ লাখ টাকা খরচ করে দেখে নেবে বলেও হুমকি দেয়। সালাউদ্দিনের এমন হুমকির পরবর্তীতে বিষয়টি নিজেদের সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোষ্ট করে ভিকটিমের বন্ধুরা। এতে বিভিন্ন মাধ্যম দিয়ে এবং ভিকটিমের বন্ধুদের কর্মস্থলে মানুষ পাঠিয়ে হুমকি দিতে থাকে কসমস রুপটপ রেষ্টুরেন্টের মালিক সালাউদ্দিন।

অবশেষে নিজেদের অনিরাপদ ভেবে এবং সালাউদ্দিনের হুমকি বিষয়টি এবং যৌন হয়রানীর বিষয়টি উল্লেখ করে সোমবার রাতে সালাউদ্দিনের বিরুদ্ধে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করে ভিকটিম। অভিযোগর প্রাপ্তির সাথে সাথেই বিষয়টি প্রাথমিক সত্যতা পেয়ে সালাউদ্দিনকে আটক করে কোতয়ালী থানা কর্তৃপক্ষ। সোমবার দিবাগত রাত সোয়া একটার সময় প্রতিবেদককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: সাহেদ উদ্দিন। এই বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে সোশ্যাল মিডিয়ায় সালাউদ্দিনের যৌন ক্যালেঙ্কারির বিষয়টি গত কয়েকদিন ধরেই চাউর হয়ে বেড়াচ্ছে। এতে অনেকেই মন্তব্য করেছেন সালাউদ্দিন এই ধরনের অপকর্ম আরো অনেক চাকুরী প্রার্থী কলেজ শিক্ষার্থীদের সাথে করেছে। এছাড়াও অনেকেই মন্তব্য করেছেন, সালাউদ্দিন বিগত প্রায় এক দশক সময় ধরেই রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন জেলা প্রশাসনের নিজস্ব জায়গা লিজ নিয়ে মায়ের দোয়া নার্সারী পরিচালনা করে আসছিলো।

কিন্তু হঠাৎ করেই সে চট্টগ্রামে একাধিক বিলাসবহুল প্লাট, রাঙ্গামাটিতে প্রায় অর্ধকোটি টাকারও বেশি খরচ করে কসমস রেষ্টুরেন্টটি ডেকোরেশন করে ভাড়ায় নেওয়া, রাঙ্গামাটি শহরে একাধিক জায়গা ক্রয়সহ আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। হঠাৎ করেই তার এতো বিশাল অর্থের ভান্ডার কোথা থেকে আসলো এমন প্রশ্ন তুলে অনেকেই সোশ্যাল মিডিয়া মন্তব্য করেছেন সালাউদ্দিনের সাথে বিগত পতিত আওয়ামীলীগ সরকারের মন্ত্রী হাছান মাহমুদের ভাই ভূমি দস্যু এরশাদের অত্যন্ত ঘনিষ্ট্য সম্পর্ক রয়েছে। এই এরশাদের বিপুল কালো টাকা সাদা করেছে সালাউদ্দিনের মাধ্যমে নানান সম্পত্তি ক্রয় করে। সিএইচটি টাইমস

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions