রাঙ্গামাটিতে অছাত্র এবং ছাত্রলীগ দ্বারা গঠিত কমিটির প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৫৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির লংগদুতে অছাত্র এবং ছাত্রলীগ দ্বারা গঠিত কমিটির প্রতিবাদে সংবাদ সম্মেলন করায় ছাত্রদল নেতা আনোয়ার হোসেন মঞ্জুকে মারধর করার অভিযোগ বর্তমান কলেজ কমিটির সভাপতি আহাদের বিরুদ্ধ
সোমবার (৩০ জুন) সকাল ১১টায় মাইনীমুখ বাজার থেকে সংবাদ সম্মেলন করে বাড়ি ফেরার পথে মাইনী মসজিদের সামনে গাড়ি থামিয়ে মারধর করার অভিযোগ করেন আনোয়ার হোসেন মঞ্জু।
আনোয়ার হোসেন মঞ্জু অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত আওয়ামীলীগের আমল থেকে নির্যাতন মামলা হামলা মোকাবেলা করে তৎকালীন সময়ে কলেজ ছাত্রদলের সুসংগঠিত রাজনীতি করে আসছি। বিভিন্ন সময়ে হয়রানি মূলক মামলা খেয়ে বাড়ি ছেড়েছিলাম। কিন্তু এসব কিছুর তোয়াক্কা না করে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের পক্ষ হতে লংগদু মডেল কলেজের অছাত্র এবং ছাত্রলীগের কর্মীদের দিয়ে কলেজ কমিটি ঘোষণা করেন।
এসব কিছুর প্রতিবাদে আজ সংসবাদ সম্মেলন করি আমি। সংবাদ সম্মেলন শেষ করে বাড়ি ফেরার পথে মাইনী মসজিদের সামনে বর্তমান বিতর্কীত কমিটির সভাপতি আহাদ ও সহ সভাপতি নাজমুল আমাকে গাড়ি দাড় করিয়ে কথা ছাড়া মারধর শুরু করে। কোন কিছু বুঝে উঠার আগে তারা আবার স্থান ত্যাগ করে। বিষয়টি আমি উপজেলার সকল নেতৃবৃন্দের জানিয়েছি। আমি এসব অন্যায় অবিচারের বিচারের দাবী জানাই।

এদিকে বিষয়টি অস্বীকার করে বর্তমান কমিটির সহ সভাপতি নাজমুল বলেন, আমি মারামারিতে ছিলাম না। যখন আমি যাই তখন মারামারি শেষ হয়েগেছে। আশপাশের মানুষ তাদের ঝগড়া ছাড়িয়ে দিচ্ছে। তারা একে অপরের গলা ধরা অবস্থায় ছিলো।

বিষয়টি নিশ্চিত হতে অভিযুক্ত বর্তমান কলেজ কমিটির সভাপতি আহাদ কে শেষে ৩৯২৮ এবং ৭৫৭৮ নাম্বার দুটিতে বারবার ফোন করলেও নাম্বার গুলো বন্ধ পাওয়া যায়। যার ফলে অভিযুক্ত ব্যাক্তির সাক্ষাৎ নেওয়া সম্ভব হয়নি।
এবিষয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি রায়হান বলেন, সংবাদ সম্মলনের বিষয়টি আমাকে জানালে, আমি গতকাল উপজেলা বিএনপি কে বিষয়টি অবগত করে রাখি। তবে এদিকে মারামারির ঘটনাটি এখন পর্যন্ত আমাকে কেউ জানায়নি। তাছাড়া আমি বর্তমানে এলাকার বাহিরে থাকায় বিষয়টি এখনো জানতে পারিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions