শিরোনাম
এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা, রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান,খাগড়াছড়িতে ওয়াদুদ ভুইয়া ও বান্দরবানে সাচিং প্রু বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ পাহাড়ে সন্ত্রাসীরা বছরে ১২০০ কোটি টাকা চাঁদা আদায় করে: এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন সমঝোতার পথ খুঁজছে সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ইউক্রেনে রাশিয়ার হামলায় ২ শিশুসহ নিহত ৬ বিএনপির পাশে শক্ত অবস্থানে মিত্ররা

রাঙ্গামাটিতে হিটস্ট্রোকে ব্যাংককর্মীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৬৮৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি :- রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার মিতিঙ্গাছড়ি এলাকায় বিজয় তনচংগ্যা (২৬) নামে এক যুবক “হিট স্ট্রোকে” মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি রাঙ্গামাটি বনরুপা শাখার ওয়ান ব্যাংকের সিকিউরিটি গার্ড। রবিবার (৮ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিজয় তঞ্চঙ্গ্যা রাঙ্গামাটি বনরুপার একটি বে সরকারি ব্যাংকে সিকিউরিটি গার্ডে কাজ করতেন। তিনি রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার সাজাছড়ি দোছড়িপাড়া এলাকার মৃত রুপন জয় তঞ্চঙ্গ্যার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে রাজস্থলী থানার উপপরিদর্শক (এসআই) সৈরভ কান্তি পাল জানান, সকালে বাসা থেকে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়াতে বেড়ানোর উদ্দেশ্যে বের হন। তিনি মোটর সাইকেল চালিয়ে যাবার সময় মিতিঙ্গাছড়ি পৌছার সাথে সাথে বুকে ব্যথা অনুভব করেন।

গাড়ি থেকে নেমে বিশ্রাম নেওয়ার পর তিনি সময় তিনি হঠাৎ হেলে পড়েন। আশপাশের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাতে রাজস্থলী থানার এস আই সৈরভ কান্তি পাল বলেন, “ধারণা করা হচ্ছে বিজয় তঞ্চঙ্গ্যার মৃত্যু হয়েছে হিট স্ট্রোকে।”

তিনি বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত বিজয় তঞ্চঙ্গ্যার মামা চিত্তলাল তঞ্চঙ্গ্যা জানান, তার ভাগিনা বিজয় ব্যাংকে কাজ করত। সকালে বাসা থেকে বের হয়েছিল বেড়ানোর উদ্দেশ্যে। পরে খবর পেয়ে রাজস্থলী সদর হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions