শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের দ্বিতীয় বারের মতো বন্ধ করে দেওয়া হলো ১৬ টি জলকপাট রাঙ্গামাটিতে সাবেক রেড ক্রিসেন্ট কর্মকর্তা রাসেল রানাকে ফুলেল শুভেচ্ছায় রাঙ্গামাটির ভেদভেদী নতুনপাড়ার রাস্তা ও মসজিদের গার্ডওয়ালের কাজ ১৭ বছরেও হয়নি চরম দুর্ভোগে এলাকাবাসী উইন স্টার ক্লাবের নেতৃত্বে শাহিন -দিদার- সুমন হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা খাগড়াছড়িতে নৃশংস হত্যাকান্ড: নিজ ঘরে মা-মেয়ের গলা কেটে হত্যা বান্দরবানে ৫ বন্ধু মিলে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ, আটক-৩ ১৬ বছর পর হারানো ক্ষমতা ফিরে পাচ্ছে সশস্ত্র বাহিনী নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় ভয়াবহ হামলায় নিহত অন্তত ২৭ দিল্লিতে শেখ হাসিনার জন্য রাজনৈতিক কার্যালয়

সাবেক মন্ত্রী-এমপি সচিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৩১ দেখা হয়েছে

ডেস্ক রিপোট:- সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামসহ তার পরিবারের পাঁচজন, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, ও সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পাশাপাশি সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জাতীয় পরিচয়পত্র অকার্যকর করার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া সাংবাদিক মুন্নী সাহা, তার স্বামী কবির হোসেন, মা আপেল রানীসহ পাঁচজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের বিষয়ে দুদক আদালতকে লিখিতভাবে জানিয়েছে, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুদকের তথ্য অনুযায়ী, তাজুল, তার স্ত্রী হাসু ইসলাম, ছেলে ধানাদ ইসলাম, মেয়ে ফারাহ ইসলাম ও শামা ইসলামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদক লিখিতভাবে আদালতকে বলেছে, সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে নিজ এলাকায় কৃষিজমি, ফ্ল্যাট-প্লট ক্রয় এবং তার নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদ রয়েছে। তারা সম্পত্তি হস্তান্তর করার চেষ্টা করছেন। এ জন্য তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন। শুনানি নিয়ে আদালত ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর ব্যাপারে দুদক আদালতকে বলেছে, তার বিরুদ্ধে মালয়েশিয়াতে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা করে বিপুল অঙ্কের অর্থ লেনদেন করার অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক আদালতকে লিখিতভাবে জানিয়েছে। শুনানি নিয়ে আদালত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন। সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিনের ব্যাপারে দুদক আদালতকে জানিয়েছে, তার বিরুদ্ধে ঘুষ ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে ৫৫ হাজার ৩১০ জন রোহিঙ্গা নাগরিককে ভোটার বানানোর অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অভিযোগ অনুসন্ধানের জন্য তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন। শুনানি নিয়ে আদালত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
সাংবাদিক মুন্নী সাহা ও তার পরিবারের ব্যাপারে দুদক আদালতকে বলেছে, সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেনের বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তারা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে দুদক জানতে পেরেছে। দুদকের তথ্য অনুযায়ী- মুন্নী সাহা, তার স্বামী কবির হোসেন, মুন্নী সাহার মা আপেল রানী সাহা, ভাই প্রণব কুমার সাহা এবং তপন কুমার সাহার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এ ছাড়া সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের ব্যাপারে দুদক আদালতকে লিখিতভাবে জানিয়েছে, তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আদালত শাহীন চাকলাদারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions